为象、8 হিন্দুধর্মের পরীক্ষা । [৫ খণ্ডের প্রায় সমকালীন অথবা কিঞ্চিৎ অগ্র পশ্চাৎ ছিল। ইহার প্রমাণ যথা, আদিপুরুষ ব্ৰহ্মার পুত্র মনু ছিলেন ; আর সাস্থ্য শাস্ত্রের রচক কপিল সেই মনুর পৌত্র। দ্বাপরের শেষে এবং কলিযুগের আরম্ভে, যে ২ ঘটনা হয়, তাহা গীতার মধ্যে বর্ণনা করা গিয়াছে। কপিল সাংখ্য শাস্ত্রের মধ্যে সেই গীতার উল্লেখ করেন; ইহাতে স্পষ্টৰূপে বোধ হয় যে তিন যুগের মধ্যে কেবল তিন পুরুষ ছিল। গেীতমের কথাও এই ৰূপ প্রমাণ দেয়; ফলতঃ লিখিত আছে, গৌতম ব্ৰহ্মার কন্যাকে বিবাহ করিলেন, এবং তিনিই ন্যায় শাস্ত্রের কৰ্ত্তা, যাহাতে উক্ত গীতার উল্লেখ করিয়াছেন ; অতএব অনুমানে জানা যায় ঐ তিন যুগে কেবল দুই পুরুষ মাত্র ছিল । ৪ । পণ্ডিত সকল জানেন যে বেদব্যাস এবং বাল্মীকি ইহঁর সমকালীন ছিলেন; ইহার প্রমাণ, বেদব্যাস মহাভারত প্রস্তুত করিবার সময়ে বালীকির নিকটে পরামর্শ লইতে গিয়াছিলেন। তথাচ শাস্ত্রে কহে, বাল্মীকি ত্রেতাযুগের শেষে, এবং বেদব্যাস দ্বাপরের শেষে অর্থাৎ ত্রেত যুগের ৮৬৪০০০ বৎসর পরে’বৰ্ত্তমান ছিলেন। ইহাতেও জানা যাইতেছে যে কৃষ্ণ ও পাণ্ডবগণ বেদব্যাসের সময়ে
পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/১৩৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।