১ অধ্যায়।] সত্য যুগে নানা পাপের বর্ণনা । ○ * > পুনশ্চ লেখা আছে, সত্যযুগে সমুদ্র মন্থন কীলে দেবতা ও অসুরগণের পরস্পর ঘোরতর সংগ্রাম হয় ; সেই যুগেতে বিষ্ণু এবং শিব ধনুকের কারণ পরস্পর যুদ্ধ করেন ; আর ইন্দ্র স্বীয় গুরুপত্নীকে হরণ করেন; ব্ৰহ্মা আপন কন্যাতে গমন করেন, বিষ্ণু জলন্ধরের স্ত্রীকে ভ্রষ্টা করেন ; এবং মহাদেব মোহিনীর কারণ কামাসক্ত হন। দেখ, এ সমস্ত পাপ সত্যযুগেই ঘটিয়াছিল। অবশেষে, যাহারা মনুর এবং অন্যান্য শাস্ত্র পাঠ করে, তাহারা নিশ্চয় জানিবে যে তাহা কখন পাপহীন যুগে লিখিত হয় নাই। ফলতঃ মনুর শাস্ত্রে লেখে যে যবনের এবং পাষণ্ড “ব্যক্তির তৎকালে ছিল ; তন্মধ্যে পুরাণ এবং নানাবিধ প্রায়শ্চিত্তের বিষয়ও উক্ত আছে, কিন্তু তাহাতে কোন বিশেষ কালের উল্লেখ নাই। মনু শাস্ত্রে অনেক প্রকার পাপের প্রায়শ্চিত্ত লেখা আছে বটে, কিন্তু কোন স্থানে যুগের কিছু বিশেষ করেন নাই। ৯ অ ৩৩ শ্লোক দেখ । অতএব সংক্ষেপে বলি, পাপহীন যুগের কথা সৰ্ব্বত্র প্রসিদ্ধ আছে বটে, কিন্তু পাপহীন মনুষ্যগণ কোন স্থানে পাওয়া যায় না । ।
পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/১৩৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।