> ○ ネ হিন্দুধর্মের পরীক্ষা। [৫ খণ্ডের বেদে ঐ অবতারের বিষয় বর্ণনা করা যায়, তাহ অবতারের পরে অবশ্য, লেখা আছে। ঋগ্বেদের প্রথম অধ্যায়ে এই ঋচ আছে, • অস্য পীত্ব শতক্ৰতো ঘনে বৃত্ৰাণী মভবঃ প্রাবো বাজেযু বাজিন" । “হে ইন্দ্র, তুমি ইহা পান করিয়া ব্রত্ৰাসুরের ঘাতক হইয়াছ, তুমি যুদ্ধেতে যোদ্ধাকে রক্ষা করিয়াছ ।” পুনশ্চ এই ঋচ আছে, যথা; ত্বমমি মনৰে ধামৰাশয়ঃ পুরুরবসে সুকৃত্তে সুকৃত্তরঃ। “ হে অগ্নি, তুমি মনুকে স্বগীয় বিষয় সকল প্রকাশ করিয়াছ ; তুমি ধাৰ্ম্মিক পুরুরবার বড় উপকার করিয়াছ।” পুনশ্চ এই ঋচ আছে; যথা, মনুষ্যবদগ্নে আঙ্গির স্বঙ্গিরে যযাতিবৎসদনে পূৰ্ব্ববঙ্গুচে অচ্ছয়া ইন্দ্রেত্যাদি। "হে অগ্নি, তুমি অঙ্গিরা, যযাতি এব৯.পূৰ্ব্বকালীন লোকগণের ন্যায় মনুষ্যরূপে'ষজ্ঞীয় ভূমিতে আইস।” পুনশ্চ লেখে; যথা, ইন্দ্ৰস্যনুবীৰ্য্যাণি প্রবচয়াণ নিচকার প্রথমানি বজু। “আমি এখন বজুধারি ইন্দ্রের মহাকাৰ্য্যকে গান করিব।” ইহাতে জানা যায় যে ইন্দ্র প্রথমে মহৎ ২ কার্য্য করিয়াছিলেন, এবং পশ্চাৎ কোন ব্যক্তি সেই সকলের প্রশংসা বেদের মধ্যে লিখিয়াছে। উপরে
পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/১৪১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।