পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/১৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২ অধ্যায় ৷] শাস্ত্রলিথিত বেদের আদিক্সের প্রমাণ । ১৩৩ লিথিত সকল কথা বেদের মন্ত্র অর্থাৎ অতি প্রাচীন ভাগহইতে সংগ্রহ করা গিয়াছে ; এবং অন্বেষণ করিলে নিঃসন্দেছে এতদ্রুপ আরো অনেক ঋচ পাওয়া যাইতে পারে। যদ্যপিও রাম ত্রেতাযুগে এবং কৃষ্ণ দ্বাপরের শের্বে ও কলিযুগের আরম্ভে ছিলেন, তথাচ অথৰ্ব্ব বেদেবু গোপাল তাপনী উপনিষদ এবং রাম তাপনী উপনিষদের মধ্যে রাম ও কৃষ্ণের বর্ণনা আছে ; এবং সামবেদের ছান্দোগ্য উপনিষদে কেবল কৃষ্ণুের নয়, কিন্তু তাহার মাতা ও গুরুর নাম পৰ্য্যন্ত উক্ত হইয়াছে। পুনশ্চ, বেদেতে ভেড়া ঘোড়া গাধা বলদ ইত্যাদির বলিদান লিখিয়াছে ; আর অগ্নি, জল, সুৰ্য্য, চন্দ্র পৃথিবী আকাশ ইন্দ্র বরুণ সরস্বতী ইত্যাদির পুজার বিধি আছে; ইহাতে প্রকাশ পাইতেছে ষে ঐ সকল বস্তু প্রথমে ছিল, ও পশ্চাত্ত্বে বেদ রচিত হইয়াছে, নতুবা রাম কৃষ্ণাদির বিবরণ, এবং পূজা বিষয়ক উক্ত বিধি ব্যবস্থা তন্মধ্যে কেমন করিয়া উল্লেখ করা গিয়াছে ? বেদব্যাস অষ্টাদশ পুরাণের কৰ্ত্ত ছিলেন বটে, ইহা সৰ্ব্বত্র প্রসিদ্ধ আছে; কিন্তু এ কথা সত্য হইলে নিশ্চয় বোধ হয় যে বেদব্যাস খ্ৰীষ্টীয় দ্বা N