পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/১৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ অধ্যায় ] সত্য ধর্ম সৰ্ব্বসাধারণের পালনীয়। ‘H II ৩ অধ্যায় । সদ্ধৰ্ম্মের সর্বব্যাপিত্রে বিষয়। যুক্তিদ্বারা বোধ হয়, যে সত্য ধৰ্ম্ম সৰ্ব্ব দেশীয় তাবৎ লোকদের ব্যবহার্য্য, কিন্তু হিন্দুধৰ্ম্ম কেবল হিন্দুগণের নিমিত্তেই হইয়াছে। ১ । ঈশ্বর এক মাত্র, ইহা হিন্দুরাও স্বীকার করে : তাহা যদি হয়, তবে তাহার ধৰ্ম্মও এক, এবং সকল দেশীয়দের নিমিত্তে উপযুক্ত ও পালনীয় হইবে। “ ইহাতে বোধ হয়, মনুষ্যদের পারমার্থিক প্রয়োজনীয় বিষয় প্রথমাবধি এক প্রকার হওয়াতে পরমেশ্বর তদুপযুক্ত যে পরিত্রাণের উপায় স্থির করিয়াছেন, সেও সর্বত্র এবং সৰ্ব্বকালে একই হইবে।” (৪ পৃষ্ঠে দেখ ।) ২ । আরো দেখ, সৰ্ব্বদেশীয় মনুষ্যগণের, শারীরিক ও মানসিক অবস্থা স্বভাবতঃ প্রায় একই ৰূপ হয় । দেখ, সকলের জন্ম এক প্রকারে হইয়া থাকে, এবং চক্ষু কৰ্ণ নাসিক হস্ত পদ প্রভৃতি তাবতের তুল্যাকার । তাছাদের প্রয়োজনীয় বস্তু সমান এবং একই ৰূপে নিৰ্বাহ হইয়া থাকে। যে বস্তু এক জনের পক্ষে অমৃত, তাহা অন্যের পক্ষে গরল N 2 *