পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/১৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩ অধ্যায় ] হিন্দুধর্ম কেবল হিন্দুদিগের জন্যে। > の? করে, অন্য জন তাহাকে ঈশ্বর ৯ জ্ঞান করে । অতএব পরমেশ্বর যদি এক হন, এবং মনুষ্যগণের শারীরিক ও মানসিক বিষয়ে এমত ঐক্য হয় : আর জগতের প্রত্যেক লোকের পরস্পর প্রেম করণ উচিত, ইহা সকলে স্বীকার করে, এবং ঈশ্বর কর্তৃক মনুষ্যগণের নিকটে যদি কেবন্ধ এই কারণ ধৰ্ম্ম প্রকাশিত হইয়া, থাকে যেন তাঙ্গর তদ্বারা ঈশ্বরকে জানিয়া তাহার সহিত মিলিতে পারে, এই সকল কথা যদি সত্য এবং অখণ্ডনীয় হয়, তবে সত্য ধৰ্ম্ম যে এক মাত্র এবং সকল মনুষ্যদের গ্রাহ ও আচরণীয় ইহা অতি উপযুক্ত এবং আবশ্যক বটে। পরন্তু হিন্দু ধৰ্ম্ম তাবৎ লোকের নিমিত্তে নয়, ইহা সুস্পষ্ট ৰূপে প্রকাশ পাইতেছে ; বরঞ্চ অন্যান্য জাতির তাহ সম্পূর্ণ ৰূপে গ্রহণ করা অসাধ্য। এবং মনুষ্য মাত্রকে প্রেমু করা তাবৎ মনুষ্যের কৰ্ত্তব্য, ইহা সকলে স্বীকার করিলেও হিন্দু ধৰ্ম্মে এমত কোন আজ্ঞা নাই ; বরঞ্চ

  • বাজসনেয়ের পুত্র বলেন, সুমাই ব্রহ্ম, ইহা উপনিষদ আর বেদের কোন শাখাতে লেখা আছে। আর এই প্রকারে ভবিষ্য পুরাণ৪ লেখে যে সুর্য হইতে শ্রেষ্ঠ কেহ ছিল না, এখনও নাই, পরেও হইবে না ; এই নিমিত্তে তিনি বেদেহে ব্ৰহ্ম বলিয়া প্রসিদ্ধ আছেন ।

武 3