পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/১৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У 8 o হিন্দুধর্ম পরীক্ষা । [৫ খণ্ডের এই প্রজা সৃষ্টি করিল, তাহারাই চারি জাতিতে * বিভক্ত হইল।” ফলতঃ যদ্রপ অন্যান্য বিষয়ে তদ্রুপ এ বিষয়েতেও শাস্ত্রের মধ্যে অনেক তর্ক বিতর্ক আছে,তাহাতে জাতি কী প্রকারে সৃষ্ট হইল, ইহা নিশ্চয় করা অসাধ্য। এ বিষয় বাহুল্যৰন্তপ, না লিখিয়া, এইক্ষণে যথাসাধ্য জাতি নির্ণয় করিতে যত্ন করি। জাতি কী বস্তু? বেদ এবং আর ২ শাস্ত্রে এ বিষয়ের কোন তৃপ্তিজনক উত্তর দিতে পারে না। বিশেষতঃ ব্রাহ্মণ কাহাকে বলে, অথচ ব্রাহ্মণত্ব কি জীবে, কি কুলে, কি শরীরে, কি জ্ঞানে, কি আচারে, কি কৰ্ম্মেতে, কিম্বা বেদাভ্যাসে অথবা এই সকলেতে হয়, ইহা হিন্দু শাস্ত্র সকল দর্শাইতে পারে না । ১। কেহ যদি বলে, জীবেঁতে ব্ৰাহ্মণত্ব থাকে, তবে এমত কথার বেদের সহিত ঐক্য হইতে পারে না। দেখ, বেদেতে লিখিত আছে, যথা, সুর্য্য, চন্দ্র, ইন্দ্র

  • ব্রাহ্মণ সকল এক বিশেষ বংশজাত নয় ; কেহ ২ কৈবত্ত কুল কেঙ্ক ২ রাজক কুল, এবং কেহ বা চণ্ডাল কুলছষ্টতে হইয়াছে। তাতার জীবৎ থাকিতেই চূড়া করণ, মুঞ্জ বন্ধন, দণ্ডধারণ এবং যজ্ঞোপবীত ইত্যাদি আর ২ ব্ৰাহ্মণোপযুক্ত কর্ম করিয়া মরণান্তে ব্রাহ্মণরূপে বিখ্যাত হইয়াছিল, এবং এখন ৪ হয়। আর ২ জাক্তিরও এই রূপ গোলমাল আছে।