৪ অধ্যায় ] জাতি কিসেন্তে থাকে ? $ 8 × এবং আর ২ দেবগণ পূর্বে চতুষ্পদ জন্তু ছিল ; আর কোন ২ দেবতা প্রথমে পশু ছিল, পরে দেবত হইল। তাহ কেবল নয়, বরঞ্চ অতি অধম শ্বপাক অর্থাৎ চগুলিও দেবতা হইয়াছে। অতএৰু বেদদ্বারা নিশ্চয় বোধ হয়, কেবল জীবেত্বে ব্রাক্ষণত্ব হয় না । মহাভারতের বাক্লড়ম্বারা তাহা আরো দৃঢ় ৰূপে প্রমাণ হইয়াছে ; তন্মধ্যে লেখে, যথা ; সপ্ত ব্যাধা দশার্ণের্মু মৃগাং কালাগুরে গিরেী। চক্রবাকাঃ শরদ্বীপে হ^সাঃ সুরসি মানসে। তেহপি জাত কুরুক্ষেত্রে ব্রাহ্মণ বেদপারগাঃ। “দশার্ণ দেশের সাত জন ব্যাধ, এব° কালাঞ্জর পক্সতের কতক হরিণ, ও মানসসরোবরের কএক রাজহ^স, এব^ শরদ্বীপের কতক চক্রবাক ইহারা সকলে কুরুক্ষেত্রে পুনর্জন্ম লইয়। বেদপারগ ব্ৰাহ্মণ হইয়াছে।” পূমশ ধৰ্ম্মশাস্ত্রে মনু ইহা কহিয়াছেন, “কোন ব্রাহ্মণ চারি বেদ ও তাহার অঙ্গ ও উপাঙ্গেতে পণ্ডিত হইয়াও যদি শূদ্রের দান গ্রহণ করে, তবে সে দ্বাদশবার গর্দভ হইয়া জন্মিৰে, ও ষষ্টিবার শূকর, এব^ সত্তরবার কুকুর জন্ম গ্রহণ করিবে ।” এই সকল কথাদ্বারা সুস্পষ্ট আছে, যে ব্রাহ্মণত্ব জীবের সহিত কোন সম্পর্ক রাখে না ; কারণ তাহা হইলে ইহারা কী প্রকারে ব্রাহ্মণ হইত ?
পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/১৫০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।