পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/১৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

?8。 হিন্দুধর্ম পরীক্ষা [৫ খণ্ডের স্নতা থাকিবে ? দেখ, যদি এক পিতার ঔরসে এক স্ত্রীর গর্ভে চারি সন্তান জন্মে, তবে তাহাদের এক পিতা মাতা প্রযুক্ত তাছারা সকলে “অবশ্ব এক জাতি হয়। যেমন কঁঠাল ব্লক্ষের মূল, ডাল, গুড়ি, এবং অগ্রভাগহইতে ফল উৎপন্ন হয় বটে,~কিন্তু তাহার একটি ফল অন্যটিকইতে বিভিন্ন হয় না , তাহাতে তোমরা কখন বলিতে পার না যে উপরের ফল ব্ৰাহ্মণ ও নীচুকার ফল শূদ্র হয় । তদ্রুপ যদ্যপিও মনুষ্যগণ শরীরের ভিন্ন ২ অংশে উৎপন্ন হইত, তথাপি তাহারা ভিন্ন জাতি হইতে পায়িত না । পুনশ্চ, প্রাণিগণের মধ্যে যে বিভিন্নত হয়, ইহা তাহাদের আকার এবং অঙ্গ প্রত্যঙ্গে দৃষ্ট হইতেছে। যথা, হস্তির পদ অশ্বের পদচইত্বে ভিন্ন হয়; ব্যান্ত্রের পদ হরিণের পদহইতে বিভিন্ন হয়, এবং তদ্রুপ অন্যান্য পশুরও হইয়া থাকে। আমরা এই নিশ্চায়ক চিকুদ্বারা জানিতে পারি যে তাহার ভিন্ন ২ জাতি ঘটে। কিন্তু ক্ষত্রিয়ের পদব্ৰাহ্মণের किञ्च कूटबद्धं अन्नङ्झेरङ शिछिब्र, हेझी ८क८कथाम्न শুনিয়াছে ? সকল মনুষ্যই এক আকার, স্বতরাং ভাঙ্গারা এক জাতিই হয়। আরো দেখ, গো মহিষ,