পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/১৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪ অধ্যায়। হিন্দুধর্ম গ্রাহ্মণদের কল্পনামাত্র । > &○

হরৌ রুষ্টে গুরুভ্রাতা, গুরৌ কুষ্টে ন কশ্চন। ।

অর্থাৎ "হরি অসন্তুষ্ট হইলে গুরু রক্ষা করেন, কিন্তু গুরু অসন্তুষ্ট হইলে কে রক্ষা করিবে ।" অতএব গুরুই ঈশ্বর। । এই প্রকারে হিন্থর স্বীয় ২ মাতৃ গৰ্বে বাস করণ, ৭াৰধি গয়াতে পিণ্ড প্রদান পৰ্য্যন্ত ব্ৰাহ্মণগণের শিকার স্বৰূপ হয়। আর এ সরুল কুফল কেবল জাতিত্বইতেই হইয় থাকে। অবশেষে হিন্দু ধৰ্ম্ম যে ব্ৰাহ্মণগণের কম্পিত, ইহা পশ্চাল্লিখিত সপ্তদশ প্রমাণদ্বারা সুস্পষ্ট আছে। ১ । শাস্ত্রের মধ্যে ব্রাহ্মণ ভূদেবরূপে প্রসিদ্ধ আছে। ২ । ব্রাহ্মণ কোন কারণে বধা রছে। ৩। ব্রাহ্মণ ঋণ করিলে শত করা ১০ টাকা, কিন্তু শূদ্র ৫০ টাকা সুদ দিবে। - ৪ । ব্রাহ্মণ বিনা আর কেহ বেদ পাঠ করিবার যোগ্য নহে, এব^ পূজাদি কালে কেবল তাহাকেই দান ও দক্ষিণ প্রভৃতি দিতে হুইবে । : ৫ । কেবল ব্রাহ্মণ সকল বর্ণের শুরু হইতে পারে। ৬ । কোন ব্রাহ্মণ কাহাক্রেস্থ কুরিলে, তজ্জন্য কেহ যদি শোক করে, স্তৰে তাহাকে প্রায়শ্চিন্তু করিতে হইবে | - " ", sa:" ; : ৭। ভগবতীর নিকটে নরবলি উৎসর্গ করিলে তিনি সহকু বৎসর পর্যন্ত সন্তুষ্ট থাকেন। কিন্তু ব্ৰাহ্মণকে কখন বলিরূপে উৎসর্গ করা যাইবে না । , * -