পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/১৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

》や8 হিন্দুধর্মের পরীক্ষা । [৫ খঞ্চেব ৮। গরুড় পক্ষ সৰ্ব্ব প্রকার জন্তু থাইতে পারে, কিন্তু যদি দৈবাৎ কোন ব্রাহ্মণের শব ভক্ষণ করে, তবে তাহার উদরে অসহ্য বেদনা হয । ১। ব্ৰাহ্মণকে দান করিলে সৰ্ব্ব প্রকার পাপের প্রায় শ্চিত্ত হয় । ১০ । যে ব্যক্তি ব্ৰাহ্মণের ক্ষতি করে, তাহাকে একশ বি^শতি~রার কোন অপবিত্র জন্তুর গৰ্ত্তে জন্ম গ্রহণ করিতে হইবে। ১১ । ব্রাহ্মণকে গোরু দান করিলে স্বৰ্গ লাভ হয় ; কিন্তু তাহা বিক্রয় করিলে নরক গমন হয় । ১২। ব্রাহ্মণের প্রাণ রক্ষার্থে মিথ্যা কথা কহিলে পুণ্য হয়। ১৩। ব্রাহ্মণের পুণ্য প্রতাপে সমস্ত জগৎ অবস্থিতি করে । ১৪ । এই জগৎ এব^ তন্মধ্যস্থ তাবৎ বস্তু ব্ৰাহ্মণেরই হয়। ১৫ । ব্ৰাহ্মণহষ্টতে রাজস্ব লওয়া নিষিদ্ধ আছে। ১৬। ব্রাহ্মণ নিধি প্রাপ্ত হইলে সমস্ত গ্রহণ করবে। ንዓ | ব্রাহ্মণ ইহলোকে ও পরলোকে মনুষ্যদেী কৰ্ত্ত। এইক্ষণে সংক্ষেপে কহি, হিন্দু ধৰ্ম্মে ব্ৰাহ্মণ ঈশ্বর ৰূপে প্রসিদ্ধ; ইহাতে নিশ্চয় জনা গেল যে তাঙ্কা অদ্বিতীয় পরমেশ্বর কর্তৃক নয়, বরঞ্চ ব্রাহ্মণেরাই মান ও ধন প্রাপণার্থে তাহ স্থাপন করিয়াছে।