পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/১৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ኔ ꬃ 8 হিন্দুধর্ম পরীক্ষা। [a olcog করিতে পারক আছে। হিন্দুরা কোন মহম্মদীয় ৰ ইউরপীয় লোককে প্রতিমাদের স্পর্শ করিতে দেয় না, পাছে জাহারা অপবিত্র হইলে তাহাজের দেবত্ব নষ্ট হয়; আর যদি দৈবাৎ তাহাদিগকে স্পর্শ করে, তবে শুদ্ধ করণার্থে স্নান করায়। তাছারা বিশ্বাস করে, যে প্রতিমারা কখন ২ অসুস্থ হয়, এজন্যে তাহাদিগকে বাহিরে বাতাসে লইয়া যায়। পুনশ্চ, প্রতিমাদের আকার এমন গঠিত হয় যে তাহাতে দর্শনকারিদের ঘৃণা কিম্বা পরিহাস অথবা কণমাভিলাষ জন্মে। যথা, গণেশের বৃহৎ উদর এবং হস্তির মস্তক; বিষ্ণুর চারি হস্ত, ও ভৎস্থিত শঙ্খ চক্র গদা পদ্ম ; শিবের হস্তে নৃকপাল, ইত্যাদি; দেৰীদিগের ব্যাস্ত্রবৎ দন্ত ও বিড়ালের ন্যায় চক্ষু, ও কুকুরের মত জিম্বা, এবং ভয়ানক বদন; ব্ৰহ্মার রাজহংস বাহন, প্রভৃতি। এই সকল কুৎসিত মূৰ্ত্তি ধ্যঙ্গকারি ছৰি বা ছেল্যাদের পুত্তলিকা বই আর কী হইতে পারে? মুক্তরাং তাহাদের পূজা করাতেই বা কী ফল? বরঞ্চ শাস্ত্রেতেও এ সকল “পুভুলের খেলা মাত্র” কছিয়াছে। অন্তএব এমত ২ বস্তুর ধ্যান করাতে কি জ্ঞান ও মনের উন্নতি হইতে পারে? উক্ত দেবদেবীদের ক্রিয়া ও