৬ অধ্যায় ।] অজস্টের বিষয়। ○ ゲ》 রাখে না। এই কারণ হিন্থর আপনাদের প্রতি বাসি ইত্যাদির দুঃখ ও ক্লেশ দেখিলেও নিৰ্দ্দয় হইয়া থাকে; বরঞ্চ ঐ ভূখভোগিরাঞ্জ আপন ২ পূৰ্ব্ব জন্মের ফল অনিবাৰ্য্য জানিয়া নৈরাশ সাগরে মগ্ন হইয়া আপনাদিগকে এবং অদৃষ্টকে শু দেব তাগণকে ধিককার দেয়। সুতরাং পাপের ফল এড়াইবার জন্যে পরামনন পূৰ্ব্বক ঈশ্বরের প্রভি ফিরিলে ক্ষমা পাইব, এমন আশা তাঙ্কাদের মনে কখন উদয় হয় না । হায় ২ তাহারা এমত শিক্ষা কদাচ্চ পায় নাই, যে “ ঈশ্বর অতি দয়ালু ও ক্ষমাশীল, ক্ৰোধেতে ধীর ও অনুগ্ৰছে মহামঃ তিনি পাপিদের মৃত্যু ইচ্ছা করেন না; বরং "যাহাতে তাহারা পাপহইতে ফিরিয়াবাচে এমন ইচ্ছা করেন।” কিন্তু একথা দূরে থাকুক, উক্ত দুর্ভা গ্যের তদ্বিপরীত বোধ করে, অর্থাৎ ঈশ্বরের সম্মুখে পাপস্বীকার করা এবং ক্ষমা প্রাপণের ইচ্ছা কর নিতান্তই নিস্ফল । সুতরাং তাছারী: ੋ পুনর্জন্মের কথাতে বিশ্বাস করিরা মন্থে করে, প্রা রন্ধ কৰ্ম্মের ফল আমাদিগকে অঙ্গঞ্জের্জ করিতে ভাবিকালেও দুঃখ ভোগ সঞ্চিত হইণ্ঠেছে। "
পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/১৯০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।