শু অধ্যায় ] পূৰ্ব্বজন্মের পাপের ফল। * b^○ জন্মে, তাহা নয় ; কিন্তু জন্তু, পক্ষী, বৃক্ষাদি ৰূপেও জন্মে। দেখ, মনু কছেন, “ষে ব্যক্তি আঝাড় শস্ত চুরি করে, সে পর জন্মে ইন্দূর হয়; যে তৈল চুরি করে সে আশুলা হয়; ষে মৃগ চুরি করে, সে নেক ড়িয়া হয়; যে ফল চুরি করে, সে বানর হয়। যে ব্যক্তি পণ্ডিতের ধন হরণ করে, সে ঘড়িয়াল বা কুম্ভীর কিম্বা তজ্জাতীয় কোন জন্তু হয়। যে ব্যক্তি বহুমূল্য রত্ন চুরি করে, সে সহস্রবার ঘাস বৃক্ষাদি হইয়া জন্মে। এইক্ষণে সংক্ষেপে কহি, মনুষ্যের স্ব ২ কৰ্ম্মানুযায়ি জন্ম পায়; যথা, ক্রোধি এবং প্রতিহিংস্ৰক লোক সিংহ ও ব্যাঘ্র হইয়া জন্মে ; লম্পট ও ম্লেচ্ছ ব্যক্তি অপবিত্র এবং সমল জন্তু ও পক্ষী এবং উরোগামি প্রাণির উদরে জন্ম গ্রহণ করে।” তন্দ্রপ অগ্নি পুরাণেও লিখিত আছে, “ কেহ একবার মানৰ জন্ম হারাইলে, তাহা পুনঃপ্রাপ্ত হইবার পূৰ্ব্বে তাহাকে অশীতি লক্ষবাকু ন্যান্য জন্তু হইয়া জন্মিতে হইবে।” এই নিমিত্তে শাস্ত্ৰে কহে, মানৰ জন্ম অতিভুলভ, বরঞ্চ দেবতাদের পক্ষেও তদ্রুপ হর । - হায় ২ এ সমস্ত বিষয়ে স্বাক্ষর কী বলিব? উত্ত কথা বাস্তৰিক হইলে মনুষ্যগণ কঙ্কাচ পৰিত্ৰ হইতে
- 2