পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/১৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

' y & ছিন্দুধর্ম পরীক্ষা। [৫ খণ্ডের আছে। যথা, যে ব্যক্তিকে নষ্ট করিবার মানস হয়, উপাসক তাহার প্রতিমূৰ্ত্তি নিৰ্ম্মাণ পূর্বক তাহার মন্তক কাটিয়া দেবীর নিকটে বলিৰূপে উৎসর্গ করিবে, এমত ২ আদেশ আছে। ঐ বেদের আর এক স্থানে এই প্রার্থনা আছে, “ হে পবিত্র কুশ । ভূমি আমার শতুগণকে নাশ কর । আমার বৈরিগণকে সমূলে উৎপাটন কর। হে বহুমূল্য মণি, যাহারা, আমার প্রতি দ্বেষ করে তাহাদিগকে নাশ কর।” পুনশ্চ লেখে, “ হে অগ্নি ! তুমি ঘৃত ভক্ষণ করিয়া সৰ্ব্বদা তেজস্বী হও; ভূমি আমাদের নিত্য দ্বেনৈষি শত্রগণকে ভস্ম কর।” আর "হে ইন্দ্র, তুমি আমাদের লোভি শত্ৰুগণকে নাশ ও দানশীল বন্ধুগণকে পালন কর।” ২ । লোভ। ঐ বেদেতে যে লোভ করণেরও শিক্ষা দেয়, ইহা নিমুলিখিত প্রার্থনাদ্বারা প্রকাশ হইবে। “ হে ইন্দ্র! আমরা তোমাহষ্টতে অধিক ধৰ্ম প্রয়াস করি ; তুহ মৰ্ব বা স্বৰ্গ, কিম্ব আকাশনিবাসিদের হইত্ত্বে অঞ্চল যে কোন স্থানহইতে হউক, আমাদিগকে ধনবান কর। হে ইন্দ্র । আমরা বিনয় করি, তুমি অামাদিগকে উত্তম অলঙ্কার ও রত্নাদি নানা প্রকার বহুমল্য প্রস্তুর, এব^ প্রচুর ধন দেও। আমরা ভোগ্য ধনকে বিভব বলি; এবং প্রচুর ধনকে প্রভু বলি। হে ইন্দ্র সঙ্গী বৰুণ! আমাদের ইচ্ছানুসারে আমাদিগকে প্পন দেও, এৰ" সৰ্ব্ব বিষয়ে আমাদিগকে সম্পূর্ণ কয়।