পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২ পুনশ্চ হিন্দু ও মুসলমান প্রভৃতি পাঠক মহাশয়দিগকে বিনয় পূর্বক নিবেদন করি, আপনকার। এমত বোধ করিবেন না যে আমরা কেবল বাদ বিতণ্ডা করিবার নিমিত্তে এই পুস্তক লিখিয়াছি; বরঞ্চ প্রেমভাবে মকলের ফিার্থে তাহ রচিত হইয়াছে, ইহা জানিবেন। অতএব, ইহার মধ্যে পাঠক মহাশয়দের দুঃখজনক কোন কথা যদি থাকে, তবে লেখকদিগের সদভিপ্রায়ানুরোধে আপনার অনুগ্রহ করিরা তাহা ক্ষমা করিবেন। আরো নিবেদন করিতেছি, কোন মহাশয় এই পুস্তকের কিয়দংশ মাত্র পাঠ করিয়া যেন তর্ক বিতর্ক করিতে প্ৰবৰ্ত্ত মা হন ; বরঞ্চ ঈশ্বরের প্রতি সউয় হইয়। এই পুস্তকের আনুপুৰ্ব্বিক সকল কথা আলোচনা করিয়া সদ্বিবেচকের ন্যায় তাহার গুণাগুণ নির্ধার্য্য করিবেন। পরমেশ্বর সকল মনুষ্যদের প্রতি এমত অনুগ্রহ করুন, যে তাহারা তাবৎ মিথ্যা ধৰ্ম্ম ত্যাগ পূৰ্ব্বক তৎকৃত সত্য ধৰ্ম্ম অবলম্বন করে ; কেননা তন্নিৰূপিত পথ ভিন্ন অন্য পথদ্বারা কোন মনুষ্য র্তাহার নিকটে কদাপি পৌঁছিতে পরিবে না। ঈশ্বরের মুহিম সৰ্ব্বদা হউক! তথাস্তু।