পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/২১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮ অধ্যায়।] পরমেশ্বর পাপে লিপ্ত মহেন। S o ? লঙয়াইতে আপনি পাপ করেন, ইহা কি কেহ বলিতে পারিৰে? তাহাকখন পৃরিবে না। অতএৰ ঈশ্বর যে পাপ করেন, কিম্বা মনুষ্যগণকে তাহ করান, ইহার কোন হেতু নাই। * * চতুর্থত: ; দেবতারা যে কেবল মনুষ্যদের বিরুদ্ধে কুকৰ্ম্ম করিতেন এমত নয়, বরং আপন২ সমতুল্য দেবতাদের বিপরীতেও করিতেন। অতএৰ উক্ত মহৎ লোকেরা পরস্পর বিবাদ ও যুদ্ধ করিয়াও কি নিৰ্দ্দোষী এবং সৰ্ব্বশক্তিমানৰূপে গণ্য হইতে পারেন? - ২। দেবাদির পাপের फून जेडमा হিন্দুরা আরো কহে, ঐ সকল কৰ্ম্মের ফল উত্তম ছিল, এবং যাহারা ভদ্বারা ক্ষতি প্রাপ্ত হইয়াছিল, শেষে তাহাদের বহুতর মঙ্গল ঘটিল। যথা, রাম রাবণকে বধ করিয়া মুক্ত করিলেন, ইহা সাধারণৰূপে কথিত আছে; কিন্তু ইহার বিপরীত বিষ্ণুপুরাণে লেখে, রাবণ পরজন্মে শিশুপাল মামক কৃষ্ণের শত্ৰু হইল। আরও কথিত আছে, কৃষ্ণ গোপীগণের সহিত সংসর্গ করতে চাহারা মুক্তি প্রাপ্ত হইল; এবং পরাশর এক কৈবর্তের কন্যায় উপগণ্ড হওয়াতে