৮ অধ্যায়।] - দেবাদির পীপের ফঙ্গ মন্দ । ९ ० ७ লেন। কৃষ্ণ বন মুধ্যে পশুর ন্যায় ব্যাধের স্তে মরিলেন ; তাহাতে কেহ বলে, তাহার শব শৃগালে গ্রাস করিল, অন্যেরা কহে সমুদ্রে ভাসিয়া গেজ ; এবং তাছার ভাৰ্য্যাগণ দাসত্বে বদ্ধ হইলে সন্তান সকল বিনষ্ট হইল । ৩। শাস্ত্র প্রমাণে দেবগণ দুষ্য নহেন। । অবশেষে কেহই আপত্তি করিয়া বলে, যদি শাস্ত্রের প্রমাণ অনুসারে দেবতাদের ক্রিয়ার, বিবরণ সত্য বলিয়া মান, তৰে তাহাদের ঐ ক্রিয় যে দূষ্য নহে, ইহাও সেই শাস্ত্রের মতে গ্রাহ্য করিতে হইৰে। ইহার উত্তর দি, যথা; কোন মনুষ্য যদি বলে, আমি চুরি করিয়াছি, তবে তাহার এ কথা সত্য জ্ঞান করিতে পারি; কিন্তু সে যদি আরবার বলে যে চৌর্য্য কৰ্ম্মে কোন দোষ নাই, তবে, তাহার প্রথম কথাতে বিশ্বাস করা প্রযুক্ত কি দ্বিতীয় কথাও সত্য মানিতে হইবে ? অথবা কোন স্ত্রী যদি স্বীকার করে যে আমি ব্যভিচার করিয়াছি, কিন্তু পরে বলে, ইহাতে কোন পাপ নাই; তৰে কি তাহ্যর প্রথম কথা গ্রাহ্য করিলে শেষ কথাও গ্রহণ कब्रिहठ इद्देहब? कथम बl। दद्भध में झूहे अब लेख
পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/২১২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।