পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/২১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮ অধ্যায় ] দেবাদির ক্রিয় মনের কল্পনা। S o Č দেবতাদের প্রতি যে ২ দোষারোপ হইয়াছে, তাহারা যদি সেই ৰূপ করিন্না থাকেন, তবে নিঃসন্দেহে মহাপাপী ছিলেন ; কিন্তু যদি র্ডাহারা সেই দোষে দোষী না হন, তবে শাস্ত্ৰকৰ্ত্তারা আপন ২’ মনের কম্পনানুসারে লিখিয়া ঐ সকল কুকৰ্ম্ম তাহাদের প্রতি আরোপ করিয়াছে। বোধ হয়, তৎকালের রাজা ও শাসনকৰ্ত্তাগণ আপন ২ যশঃ ও রাজ্যবৃদ্ধি করণভিপ্রায়ে উক্ত দেবাদি স্ব ২ বংশোৎপাদক বলিয়া তাহাদের বিষয়ে কথিত আশ্চর্য্য কৰ্ম্ম সকল রচনা করিতে আজ্ঞা দিলে কবিগণ সেই মহৎ লোকদের সন্তোষ জন্মাইতে এবং আপনাদের পাণ্ডিত্য প্রকাশ বা ধনলাভ করণার্থে উাহাতে বিস্তর শুম করিয়াছিল । বাস্তবিক প্রাচীন ইতিহাসদ্বারা অবগত হইতেছি, যে পূৰ্ব্বকালীন গ্রীস্ এবং কম দেশীয় দেবপূজকগণের মধ্যেও এই ৰূপ হইয়াছিল। বিশেষতঃ হিন্দুশাস্ত্রে দেবঋষ্যাদির বিষয়ে যেমত লিখিয়াছে, তদ্রুপ গ্রীক ও লাটিন ভাষায় রচিত কাব্য গ্রন্থে সহস্র২ অদ্ভুত কথা আছে; আর ভদ্বারা জানা যায়, যে প্রাচীন গ্রীক ও রোমীয়ের অtপন ২ পূৰ্ব্বপুরুষগণের মৃত্যুর পর তাহদের মুৰ্ত্তি বানাইয়া পূজা করিত, আর কাব্য গ্রন্থের মধ্যে