পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/২১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮ অধ্যায় ।] হিন্দুধর্ম পরীক্ষার শেষ কথা। 文●宁 শেষ কথা । আমরা এখন হিন্দুধৰ্ম্মের পরীক্ষা শেষ করিয়া পশ্চাল্লিখিত কথার সিদ্ধান্তু করিতেছি। ১। স্থিধৰ্ম্মের মধ্যে সত্য ঈশ্বরের একটি চিকুও পাওয়া যায় না । - ২। জগৎ ও মনুষ্যের সৃষ্টি কী ৰূপে ও কী জন্যে হইয়াছিল, ইহার বিশ্বাসযোগ্য বিবরণ তাহাতে পাওয়া যায় না । বেদ এবং শাস্ত্রানুসারে পরমেশ্বরের তত্ত্বজ্ঞান প্রাপ্ত হওয়া অসাধ্য; কেননা তাহাতে লেখে, ঈশ্বরের কেবল ছুই অবস্থা আছে, অর্থাৎ নিগুণ এবং সগুণ। নিগুৰ্ণ অবস্থায় ঈশ্বর বোধাদি কিছুমাত্র করেন না, অতএব এভদবস্থায় তিনি কখন বেদ এবং শাস্ত্র উৎপন্ন করিজে পারিতেন না। আর সগুণ অবস্থায় তিনি মায়াময় ইন ; অতএব এই অবস্থায় যাহা ২ করেন তাহা অবশ্যই ভ্ৰমযুক্ত হইবে। সুতরাং বেদ ও শাস্ত্রের বিস্মৃতি এ কথাদ্বারাই সম্পূৰ্ণৰূপে প্রমাণীকৃত হইতেছে। ৩। ঈশ্বর ও মনুষ্যের পরস্পর যে সম্বন্ধ, তাহার যথার্থ বর্ণনা হিন্দু ধৰ্ম্মে পাওয়া যায় না। Т 2