পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/২১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& ob” হিন্দুধর্ম পরীক্ষা। [৫ খণ্ডের ৪। ঈশ্বরদত্ত ধর্মের মোরস্বৰূপ চিকুদ্বয় অর্থাৎ আশ্চৰ্য্য ক্রিয়া এবং ভাৰি বাক্য তাহাতে নাই। ৫। অবশেষে বলি, হিন্দুধৰ্ম্ম যে সম্পূৰ্ণৰূপে অসঅত তাছা কেবল নয় ; কিন্তু তল্লিখিত যুগের গণপ, এবং বেদের অনন্ততার বিষয়, ও জাতির রীতি, ও তীর্থ যাত্রা, এবং অনর্থক কঠোর তপস্তা, ও প্রতিমাদি সৃষ্ট বস্তুর পূজা, ও পুনঃ ২ জন্মের কথা, এবং অহঙ্কার, লোভ, প্রতিহিংসা, নিষ্ঠুরতা, অন্যায়, ব্যভিচার করণ, এবং স্ত্রীলোকদের অধমত্ব ও সহমরণ, আত্মহত্যা, নরবলি, কন্যাহত্যা ইত্যাদি কুকৰ্ম্মের উৎসাহদায়ক বিধি ; বিশেষতঃ, পাপ ও পুণ্যের স্বাভাবিক বিভিন্নতা নাই, বরং সে কেবল নাম মাত্র কেননা ঈশ্বরই তাৰৎ ক্রিয়ার কৰ্ত্তা, ইত্যাদি; এমত ২ ভয়ানক ও ঘৃণাৰ্ছ শিক্ষা সকল দ্বারা সুস্বপষ্টৰূপে প্রমাণীকৃত হইতেছে যে হিন্দু ধৰ্ম্ম ঈশ্বরের আদেয়, এবং মনুষ্যের অব্যবহার্য্য। অতএব ইহা নিঃসন্দেহে বলিতে হইবে, যাহারা একান্ত মনে ঐহিক ও পারত্রিক মঙ্গল বাঞ্ছা করে, তাহার ক্ষৰশ্ব হিন্দুধৰ্ম্ম ত্যাগ করিয়া ঈশ্বরদত্ত সদ্ধৰ্ম্মের অন্বেষণ করিবেt এই ৰূপে আমরা সরল ও অপক্ষপাতী হইয়া