পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/২২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

q ও শাসনের কৰ্ত্ত ? যদি তিনি মনুষ্যদের স্রষ্টা ও শাসনকৰ্ত্ত হন, তবে তাহদের কৰ্ত্তব্যাকৰ্ত্তব্য ও পাপ পুণ্যের নির্ণয় করণার্থে কোন ব্যবস্থা অবশ্য দিয়া থাকিবেন। সেই ব্যবস্থা কী? .像 ২। পরমেশ্বরের সহিত মনুষ্যদের কী ৰূপ সম্বন্ধ আছে? তাহার-কি তাহার সৃষ্ট বস্তু, এবং র্তাহার নিকটে কি-স্ব২ কৰ্ম্মের নিকাশ দিতে হইবে ? মনুষ্যেরা যদি এৰূপ দায়ী ও পাপী হয়, তবে তাহাদের পাপের ক্ষমা কি হইতে পারবে ? যদি ক্ষমা হইতে পারে, তবে কী ৰূপে হইবে ? সত্য ধৰ্ম্ম এ সকল বিষয় মনুষ্যগণকে অবশ্য জ্ঞাত করাইবে, যেন তাহারা আপনাদিগকে ও ঈশ্বরকে এবং ধৰ্ম্ম কৰ্ম্ম সকলকে জানিয়া পরকালে অনন্ত ত্ৰাণ প্রাপ্ত হয়। আরও এই ধৰ্ম্ম অন্য সকল ধৰ্ম্মাপেক্ষা শ্ৰেষ্ঠ এবং সমস্ত মনুষ্যদের ব্যবহার্য্য, ইহা এমত সুপ্রকাশ হইবে, যে তাবৎ অপক্ষপাতি ও সত্যান্বেষণকারি ব্যক্তিরা তাহার ঐশ্বরিক উৎপত্তি অনায়াসে জানিতে পারবেন। , - চতুর্থ লক্ষ৭। সত্য ধৰ্ম্মেতে পরমেশ্বরের এতাদৃশ চিকু থাকিবে যে ভজপ করা কোন মনুষের সাধ্য হুইবে না । তাহা হইলে ঐ ধৰ্ম্ম ঈশ্বরদত্ত