পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

s in' אאא ఆ2* \ হিন্দুশাস্ত্র লিথিত ঈশ্বরের গুণবিষয়ক্ষ বিচার। مهندسين يع8جيratسته হিন্দুধৰ্ম্মের মূল গ্রন্থ চারি বেদ ও চারি উপবেদ ও ছয় বেদাঙ্গ এবং চারি উপাঙ্গ তন্মধ্যে চারি বেদ ও ষড় দর্শন ও অষ্টাদশ পুরাণ প্রসিদ্ধৰূপে চলিত আছে। অতএব ঈশ্বর ও জগৎ সৃষ্টি ইত্যাদি বিষয়ক সেই শাস্ত্রীয় বাক্য সকলকে পূৰ্ব্বোক্ত লক্ষণদ্বারা এইক্ষণে পরীক্ষা করা যাইতেছে। প্রথমতঃ ইহা জানা কৰ্ত্তৱ্য, যে উক্ত শাস্ত্রানুসারে পরমেশ্বর দুই প্রকার অবস্থাতে আবির্ভূত হন; এক নিগুণ, দ্বিতীয় সগুণ। নিগুণ শব্দের অর্থ এই, র্যাহাতে কোন গুণের সম্বন্ধ নাই। পরমেশ্বর সৃষ্টির অবর্তমানে নিগুণ হন, অতএব সেই অবস্থায় র্তাহাকে কোন ৰূপে বর্ণনা করা যায় না ; ফলতঃ নিদ্রিত ব্যক্তির ন্যায় সে সময়ে তাহাকে পবিত্র কিম্বা অপবিত্র, সত্য বা মিথ্যা, পরাক্রমী বা দুৰ্ব্বল, с 2 প্রথম খণ্ড" ྋ “.“ར་ཆ་༥............ .سانشيستس -