পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/২৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরমেশ্বরের পবিত্রতার বিষয় । * > রিস্থ স্বর্গে কিম্ব নীচস্থ পৃথিবীতে, কিম্বা পৃথিবীর নীচন্থ জলেতে স্থিতৃ কোন বস্তুর মূৰ্ত্তি নিৰ্ম্মাণ করিও না ; এব^ তাহাদিগকে প্রণাম করিও না, ও তাহদের সেবা করিও না। কেননা আমি তোমার প্রভূ পরমেশ্বর স্বগৌরব রক্ষক ঈশ্বর, এব৯ যে পিতৃলোকের অামাকে ঘৃণা করে, তৃতীয় চতুর্থ পুরুষ পৰ্য্যন্ত তাহাদের সন্তানদের উপরে অধৰ্ম্মের প্রতিফলদাতা; কিন্তু যাহারা আমাতে প্রেমু করে ও আমার আজ্ঞা পালন করে, তাহাদের সহসু পুরুষ পৰ্য্যন্ত দয়াকারী। তুমি আপন প্রভূ পরমেশ্বরের নাম নিরর্থক লইও না; কারণ যে কেহ তাহার নাম নিরর্থক' লয়; পরমেশ্বর তাহাকে নিরপরাধী করিয়া গণনা করিবেন না । এব°N বিশ্রামদিনকে স্মরণ করিয়া পবিত্র কর । ছয় দিন শ্রম করিয়া আপন ব্যবসায়াদি সমস্ত কৰ্ম্ম কর ; কিন্তু সপ্তম দিন তোমার প্রভূ পরমেশ্বরের বিশ্রাম দিন ; তাহাতে তুমি কি.তোমার পুত্র কি কন্যা কি দাস কি দাস কি পশু কি দ্বারবৰ্ত্তি বিদেশী, কেহ কোন কাৰ্য্য করিও না। কেননা পরমেশ্বর আকাশ ও পৃথিবী ও সমুদ্র ও তষ্মধ্যস্থ তাবৎ বস্তুকে ছয় দিনে নিৰ্ম্মাণ করিয়া সপ্তম দিনে বিশ্রাম করিলেন, এই নিমিত্তে পরমেশ্বর বিশ্রাম দিনকে বর দিয়া পবিত্র করিলেন। আর তুমি আপন পিতামাতাকে সম্বুম কর, তাহাতে তোমার প্রভু পরমেশ্বর তোমাকে যে দেশ দেন, সেই দেশে তোমার দীর্ঘকাল আয়ু হইবে। নরহত্যা করিও না। পরদার করিও না। চুরি করিও না। আপন প্রতিবাসির বিরুদ্ধে