পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/২৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরমেশ্বরের পবিত্রতার বিষয় । *、○ দেশান্তরীকৃত করিলেন ; তাহাতে সে অবধি তাহারা অদ্য পর্যন্ত অন্যান্য জাতিগণের মধ্যে ঈশ্বরের পবিত্রতার নিশ্চয় প্রমাণস্বৰূপ আছে। এই সকল কথা বিবেচনা করিলে জানা যায় যে ঈশ্বর আপন ব্যবস্থাদ্বারা পবিত্ৰত গুণ প্রকাশ করিয়াছেন; এবং দূতগণ হউক কিম্বা মনুষ্যগণ হউক সেই ব্যবস্থার ব্যতিক্রমক্লারি সকলকে যে প্রকার দণ্ড দেন, তারাও তিনি আপনাকে পবিত্ৰৰূপে জানান। ৩। ধৰ্ম্মপুস্তকানুসারে পরিত্রণে বিষয়ে ঈশ্বরের পবিত্রত আরো দৃঢ়ৰূপে প্রকাশিত হইতেছে। অতএব আইস, তাহা এখন বিবেচনা করি । মনুষ্য সকল ঈশ্বরের ব্যবস্থা লঙ্ঘন করিয়া পাপী হইল। ঈশ্বর পবিত্র হইয়া পাপিগণের প্রতি অনুগ্রন্থ করিতে বা তাহাদিগকে আপন নিকটে আসিবার অনুমতি দিতে পারেন না; তথাচ তিনি আপন অসীম জ্ঞানে এমত এক আশ্চর্য উপায় প্রকাশ করিয়াছেন, যদ্বারা তাহার পবিত্রতা ও ন্যায্য গুণের রক্ষা হইলেও দয়ার দ্বার মুক্ত হয় ; অর্থাৎ ঈশ্বরপুত্র নরন্ধপে অবতীর্ণ হইয়া জন্মিলেন, ও সমস্ত পাপহইতে পৃথক থাকিয়া এই জগতে বাস করত সম্পূৰ্ণৰূপে ঈশ্বরের ব্যবস্থা পালন করি