পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/২৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- পরমেশ্বরের ন্যায্যের বিষয় । ኟ ፃ বাস্তবিক ন্যায়ী হন, তবে তাহার ব্যবস্থাদি দ্বারা তাহা প্রমাণীকৃত হইবে। । ১। আমাদের প্রভু পরমেশ্বরকে সমস্ত অন্তঃকরণ দিয়া প্রেম করা ও প্রতিবাসিকে আত্মবৎ প্রেম, করা, ইহাই ঈশ্বরের ব্যবস্থার সার । পুনশ্চ অন্তভাগে লেখে, যথা: |

  • যে ২ বিষয় যথার্থ ও আদরণীয় ও ন্যায্য ও গুচি ও প্রিয় ও সুখ্যাত, কিম্বা অন্য কোন প্রকারে গুণযুক্ত ও প্রশ^সনীয়, তাহাই চিন্তা কর।”-ফি ৪। ৮।

স্বর্ণময় নামে প্রসিদ্ধ নিয়ম এই, যথা ; “তোমরা আপনাদের সহিত পরের যেরূপ ব্যবহার ভাল বাস, তাহাদের সহিত তোমরাও তদ্রুপ ব্যবহার কর।” মথি ৭ । ১২। ২ । ধৰ্ম্মপুস্তকানুযায়ি ঈশ্বরের ব্যবস্থা পবিত্র ও ন্যায় এবং উত্তম স্থা আছে। ঈশ্বর নিজে ন্যায়কারী প্রযুক্ত মনুষ্যেরা যে ন্যায্য ও ধৰ্ম্মাচরণ করে ইহা তিনি f চান; এবং যাহাঙ্গের এই সকল গুণের অভাব আছে, তাহাদিগকে ধৰ্ম্মপুস্তকের মধ্যে ঈশ্বরের শত্ৰু ও উপহার ঘৃণিত সৰ্ব্বদা কহ যায়। অন্যায়কারির ক্ষমগী চমত্তরে ৭১২ কিন্ধি ২৫ ন১ে০-১ত। по 2