পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/২৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*bア খ্ৰীষ্টধর্ম পরীক্ষা । , ধাৰ্ম্মিকের ঘূণাস্পদ, • তজ্জন্য তাহারা ন্যায়কারি ঈশ্বরের সম্মুখে দাড়াইতে পারবে না; কারণ যাহারা তাহার অঞ্জণর ব্যতিক্রম করে, তাহারা কখন দণ্ড এড়াইবে না। দেখ, কোন ২ দূতগণ পরমেশ্বরের আজ্ঞা লঙ্ঘন করিয়াছিল, তৎপ্রযুক্ত তাহারা অতলস্পর্শ কুণ্ডে অর্থাৎ নরকে পতিত হইয়াছে। তদ্রুপ আদম ও হব পাপ করিয়া ঈশ্বরের অসন্তোষের পাত্র হইল। ঈশ্বর আদমকে বলিয়াছিলেন, যে দিনে তুমি ঐ নিষিদ্ধ বৃক্ষের ফল খাইবা, সেই দিনেই মরিবা; এবং তাহাই ঘটিল। ফলতঃ সেই সময়াবধি মৃত্যুর বীজ তাহাতে বুনা গেলে তিনি মৃত্যুর অধীন হইলেন ; এবং তাহার বংশ সকল অদ্যাবধি সেই ৰূপ হইয়া অাসিতেছে। মনুষ্যগণ এ জগতে থাকিয়া স্বৎ কৰ্ম্মানুযার সম্পূর্ণ ফল পায় না বটে; এ বিষয়ে ধৰ্ম্মপুস্তকে বলে, ঈশ্বর যে মহাবিচার দিন নিৰূপণ করিয়াছেন, সেই দিনে তিনি প্রত্যেকের কথা ও ক্রিয়া ও চিন্তা ধরিয়া বিচার করিবেন । সুতরাং যখন ন্যায়কারি ঈশ্বর বিচারাসনে বসিয়া ন্যায় বিচারঞ্জকারবেন, তখন কোন মনুষ্য র্তাহার সা

  • হিতে ২৯, ২৭ + ১ঙ্গী ৫ ।