পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হিন্দুধর্মের পরীক্ষা। {১,খণ্ডের לא ל সজ্ঞান বা অজ্ঞান ইত্যাদি কিছু বলা যায় না। কারণ তিনি নিতান্ত গুণ রহিত, তন্নিমিত্তেই তাঙ্গকে ব্ৰহ্ম বলা যায় ; অর্থাৎ তিনি পুংলিঙ্গও নহেন, এবং স্ত্রীলিঙ্গও নহেন, কিন্তু ক্লীব লিঙ্গ হন । উক্ত শাস্ত্রের প্রমুণানুসারে পরমেশ্বর সৃষ্টি রচনায় ইচ্ছুক ইলে'সুগুণ অর্থাৎ গুণবিশিষ্ট হন। উৎকালে মায় তাহার অন্তরে আবির্ভাব হয়, তাছাতে তিনি অহঙ্কারবিশিষ্ট হন; পরে সত্ত্ব রজঃ তমঃ এই তিন গুণ র্তাহতে উৎপন্ন হইলে জগৎ সৃষ্টি হয়। তখন তিনি তাবৎ বস্তুতে ব্যাপ্ত হন, যেমন বেদে লিখিত আছে, পরমেশ্বর সৃষ্টি সময়ে কহেন, যথা ; একোংহ", বহু স্যা" ; হর্থাৎ “আমি এক আছি, অনেক হই ।” পুনৰ্ব্বার সামবেদেয় আরণ্যক গানেতে লিখে; Ꮏ% পরমেশ্বর আপনি কৃষক হইয়া ভূমিতে চাষ করত বীজ বপন করেন, আর জল হইয় তাহাতে সেচেন, পরে অম্নাদিরূপে পরিণত হইয়া তাবৎ লোকের উদর পরিপূর্ণ করেন ; সত্য মিথ্য সকলই তাহাহইতে হয় ।” অথর্ব বেদীয় মণ্ডুকোপনিষদে এবং যজুৰ্ব্বেদের কঠোপনিষদ ইত্যাদি অন্য বেদ সকলের নানা স্থানে বর্ণিত আছে, যথা ;