পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/২৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরমেশ্বরের ম্যায্যের বিষয় । ○"。 খ্রীষ্টের প্রায়শ্চিত্তের গুণে পাপিগণকে ক্ষমা করেন, তখন তিনি কেবল আপন ন্যায্য সাধন করেন, ষেমন লেখা আছে, যথা ; ." “ যদি আপনাদের পাপ স্বীকার করি, তবে তিনি, বিশ্বাস্য ও ন্যায়ৱান, এই জন্যে আমাদের পাপ ক্ষম করিবেন, তাহার পুত্র যীশু গ্রীষ্টের রক্ত তাবৎ পাপহইতে আমাদিগকে পরিস্কৃত করে।” ১ যো ১। ৭,৯। “ অতএব যাহারা- যীশুতে বিশ্বাস করে, তাহাদিগকে পূণ্যবান গণিত করণেও এই প্রায়শ্চিত্তদ্বারা ঈশ্বর মাথার্থিক থাকেন ।” রো ৩। ২৬ i • এ সকল প্রমাণ বিবেচনা করিলে বোধ হয়, পরমেশ্বর যে ব্যবস্থী দিয়াছেন, এবং যেৰূপে ঐ ব্যবস্থার মহিমা রক্ষা করিয়াছেনঃ ও লোকেরা তাহার ব্যতিক্রম করিলে তিনি যেৰূপ দওদেন, এ সকল দ্বারা যেমন তাহার ন্যায় গুণ সুস্পষ্টৰূপে প্রকাশিত হয়, তেমনি তৎকৃত মনুষ্যগণের ক্ৰাণোপায়েতেও হইয়াছে। । সুতরাং এই পৰ্যন্ত সমুদয় জগতের মধ্যে পরমেশ্বরের ন্যায্য সুস্পষ্টৰূপে দেখা যায় না, এবং ইহলোকে মনুষ্যগণ আপন২ কৰ্ম্মানু্যারি শুভাশুভ ফল পায় না; কারণ মহাবিচার দিন এখনও উপস্থিত হয় নাই। ধৰ্ম্মপুস্তকে বলে, সেই ভয়ানক