পরমেশ্বরের দয়ার বিষয় । లలి সাব্যস্ত না হয়, তবে তাহার ন্যায্য অতি তেজস্কর হইলেও আচ্ছন্ন হইবে। ১। যখন পরমেশ্বর মূসাকে দেখা দিলেন, তখন, তিনি আপনার বিষয়ে ইহা প্রকাশ করিলেন, যথা ; “ পরমেশ্বর, প্ৰভু পরমেশ্বর কৃপাবান ও অনুগ্রাহক, ও চিরসহিষ্ণু, এব^ দয়াতে ও সত্যতাতে পরিপূর্ণ, এব৯ সহসু সহস্র পুরুষের প্রতি দয়াকারী, এব^ অধৰ্ম্মের ও আজ্ঞালঞ্জনের ও পাপের ক্ষমাকায় |” যা ৩৪ ৬,৭ I দায়ুদের গীতে এৰূপ অনেক কথা আছে, যথাঃ “পরমেশ্বর কৃপাময় ও দয়ালু এৰ ক্রোধে ধীর ও অনুগ্ৰহেতে মহান ।” ১৭৩ গী ৮। ভবিষ্যদ্বক্তৃগণের গ্রন্থেও দেখ, য়ুথা; - ." তোমার ন্যায় কি আর কোন ঈশ্বর অপরাধ ক্ষম করেন ও মাপন অধিকারের অবশিষ্ট লোকদের অধৰ্ম্ম মার্জন করেন, এব^ দয়াতে আসক্ত হওয়াতে নিত্য ক্রোধ রাখেন না?” মী ৭ I ১৮,১১ । পুনশ্চ অন্তভাগেও লেখে, যথা: - “ প্রভু প্রচুর দয়াবান ও কৃপাময় " যাকু ৫ । ১১। ফলতঃ ঈশ্বর যেমন দয়ালু তদ্রুপ যীশু খ্ৰীষ্ট আপন শিষ্যগণকে হইতে বলেন, যথা: |
- অতএব তোমাদের পিতা যেমন কৃপাবান, তোমরাও তদ্রুপ কৃপাবার হওঁ।” লু ও । ৩৬ i;