পরমেশ্বরের দয়ার বিষয় । දාෆ এমন বাগানহইতে বাহির করিলেন, ও ভূমিকেও অভিশাপ দিলেন। কিন্তু ষে স্থানে ঈশ্বরের ন্যায় ৰিচারের কথা লেখা আছে; সেই স্থানেই তাছাদের প্রতি র্তাহার অসীম দয়াও লেখে, অর্থাৎ তিনি ডাহাদিগকে পাপের সম্পূর্ণ ফল ভোগ করিতে না দিয়া পরম অনুগ্রহ পূৰ্ব্বক এক জন মহা উদ্ধারকর্ডার অঙ্গীকার করিলেন, র্যাহাদ্বারা তাহারা সবংশে পরিত্রাণ পাইতে পারিবৈন। আমরা ধৰ্ম্মপুস্তকদ্বারা অবগত হইতেছি যে জলপলাবনের এক শত কুড়ি বৎসর পূৰ্ব্বে ঈশ্বর অণপন দাস নোহদ্বারা অাগামি ক্রোধের বিষয়ে তাবৎ লোককে এই সমাচার দিয়াছিলেন, তোমরা যদি অনুতাপ না কর তবে নাশ পাইবা । অতএব তাহারা যদি খেদ করিত, তবে নিঃসন্দেহে • নিমিৰীয় লোকদের মত সকলেই রক্ষা পাইত ৭ কিন্তু তাহারা ঈশ্বরের দয়াৰূপ প্রতিজ্ঞাও তাহার উন্ন প্রদর্শন বাক্য উভয়কেই অবজ্ঞা করিয়া সম্বাদ ও সম্বাদ প্রচারক উভয়ের প্রতি অমনোযোগী হইয়া রহিল । এই ৰূপে তাহারা দয়াকে তুচ্ছ করিলে ন্যায্য ও পৰিত্ৰতভাহীদের গৰ্ব্বনাশ ঘটাইল। ।
- ফুলস ভবিষ্যদ্বক্তার গুস্থে দেখ।