পরমেশ্বরের সর্বসামর্থে য় বিঘষ । dt q ভবিষ্যদ্বক্তাদের গ্রন্থে ও দায়ুদের গীতের অনেক স্থলে এই ৰূপ লেখা আছে; এবং অন্তভাগে খ্ৰীষ্ট আপনার বিষয়ে বলিয়াছেন, যথা ; “বর্তমান ও ভূত ও ভবিষ্যৎ ও সৰ্ব্বশক্তিমান প্ৰভু পরমেশ্বর কহিতেছেন, আমি ক ও ক্ষ, আমি আদি এব°N অন্ত।” প্রকা ১৮। . ' ২। ধৰ্ম্মপুস্তকানুসারে পরমেশ্বর সকল বস্তুর সৃষ্টি ও রক্ষাকৰ্ত্তা ; এই কারণ তাঙ্গাকে অবশ্ব সৰ্ব্বশক্তিমান বলিতে হয়। ইহাঁতে কেছ আপত্তি করিয়া বলে, বাইবলানুসারে পাপ ও শয়তান ঈশ্বরের বিপরীত হয়, অতএব তিনি যদি সৰ্ব্বশক্তিমান হন তবে কেন তাহাদিগকে নষ্ট করেন না? উত্তর। এ বিষয়ে ধৰ্ম্মপুস্তকে লেখে; পরমেশ্বর সর্বশক্তিমান প্রযুক্ত র্তাহার ইচ্ছা হইলে তিনি পাপ ও পাপিগণ ও শয়তানকে এক-মূহুর্তের মধ্যে অনায়াসে নষ্ট করিতে পারেন ; কিন্তু তিনি সকল বুদ্ধিবিশিষ্ট প্রাণিকে আপন ২ ইচ্ছানুসারে ভাল বা মন্দ করিবার ক্ষমতা দেন, এবং এমন এক দিন নিৰূপণ করিয়াছেন, যাহাতে সকলের বিচার করিয়া প্রত্যেককে স্ব২ ক্রিয়ানুযায়ি প্রতিফল দিবেন। পরন্তু ঈশ্বর যদি মনুষ্যদিগকে ভাল
পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/২৭৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।