○ デ গ্ৰীষ্টধর্ম পরীক্ষা। ও মন্দ করিবার ক্ষমতা ন দিতেন, তবে তাহারা কেমন করিয়া তাহার নিকটে দায়ী হইত? আর যদি মনুষ্যেরা তাহার নিকটে দারী না হয়, তবে তিনি তাহাদিগকে পালনীয় এক ধৰ্ম্ম কেন দিয়াছেন, এবং ভাল মন্দ ক্রিয়াদির বিচার করশার্থে মরণানন্তর এক দিন নিযুক্ত কেন করিয়াছেন? অতএব যে ধৰ্ম্মে মনুস্ল্যদের এই ক্ষমতা অস্বীকার করা যায়, সে আপনার মিথ্যাত্ৰ অাপনি সপ্রমাণ করে। অপর পাপের সত্ত্ব বিষয়ে খ্ৰীষ্টীয় ধৰ্ম্মকে কোন প্রকারে দোষ দেওয়া যাইতে পারে না ; কারণ এই ধৰ্ম্ম সত্য হউক বা মিথ্যা হউক, জগতে পাপ আছে, ইহাতে সন্দেহ নাই, তাহাতে যদি খ্রীষ্টের নাম এই জগতের মধ্যে কখন না শুনা যাইত, তথাচ পাপ থাকিস্ত । ফলতঃ খ্ৰীষ্টীয়ধৰ্ম্মে পাপৰূপ রোগের উৎপত্তি মা দশাইয়া তাহার ঔষধ প্রকাশ করে, অর্থাৎ যদ্বারা মনুষ্য সকল তাহাহইতে উদ্ধার পাইতে পারে এমত একটি পথ দেখায় । - • • * , ৩। একুলে জিজ্ঞাস্য এই ঈশ্বর যখন মনুষ্যাৰতার "ইলেন, তখন কি তিনি সৰ্ব্বশক্তিমান ছিলেম? উত্তর । বোধ হয়, সে সময়ে তাহাতে
পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/২৭৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।