পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/২৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

č o খ্ৰীষ্টধর্ম পরীক্ষা । নিতান্ত আবশ্বক ছিল ; কারণ যদি মনুষ্য ন হইতেন, তবে কী ৰূপে মনুষ্যদের প্রতিভূ হইয়া তাহাদের পরিবর্ভে দুঃখভোগ করিতেন। কিন্তু মনুষ্য দেহ ধারণ করাতে তিনি দুঃখভোগ করিতে সক্ষম হইলেন, এবং অনিৰ্ব্বচনীয় যন্ত্রণা ভোগ করিয়া দারুণ ক্রুশের উপরে প্রাণ ত্যাগ করিলেন। কিন্তু তিনি ঈশ্বরৰপে কদাচ ষ্টুঃখভোগ করিতে পারিতেন না ; কারণ ঈশ্বরত্বের কোন দুঃখ বা ক্লেশ নাই। অতএব ধৰ্ম্মপুস্তকানুসারে যীশু খ্ৰীষ্ট প্রকৃত ঈশ্বর ও প্রকৃত মনুষ্য হওয়াতে তিনি আপনার ঈশ্বরত্বে নয় কিন্তু মনুষ্যত্বেই ঐ সকল দুঃখভোগ করিলেন। মনুষ্যৰূপে তাহার শক্তি সীমাযুক্ত ছিল, কিন্তু ঈশ্বরন্ধপে তিনি সৰ্ব্বশক্তিমান ছিলেন ; ভগহাতে ভবিষ্যদ্বক্তৃগণ যদ্রুপ পরমেশ্বরের সহায়তাদ্বারা আশ্চৰ্য্য ক্রিয়া করিতেন, তদ্রুপ নয়, বরং আপন স্বাভাবিক ক্ষমতাতে তিনি অন্ধদিগকে চক্ষু দিতেন, ও খঞ্জ ও লুলাদিগকে সুস্থ করিতেন, ও ৰধিরগণকে শ্রবণশক্তি দিতেন, ও কুষ্ঠাদিগকে পরিস্কৃত করিতেন, ও ভূতগণকে ছাড়াইতেন, ও মৃতদিগকে উঠাইতেন, ও কএকটি রুটাদ্ধারা সহস্র ২ লোককে পরিতৃপ্ত করিলেন, ও সমুদ্রের উপর