পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/২৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরমেশ্বরের সর্বসামথ্যের বিষয় । শু ৯ গমন করিলেন, এবং ঢেউ ও বাতাসকে আজ্ঞাদ্বার বশে রাখিলেন । এই সকল আশ্চৰ্য্য কৰ্ম্ম তিনি আপন শক্তিতে আপনি করিতেন, তাহা কেবল নয়, কিন্তু তদ্রুপ শক্তি আপন শিষ্যগণকেও দিয়াছিলেন; মথি rrs র্তাহারা তাহারچrچ 1ھ-د 1 ج چ ہو ا ہی ہد নামদ্বারা অনেক অদ্ভুত ক্রিয় , করিতেন। অতএব যীশু খ্ৰীষ্ট সৰ্ব্বশক্তিমান বটেন ; কারণ যিনি নিজে এতদ্রুপ আশ্চৰ্য্য.ক্রিয়া করিরা অন্যদিগকেও সেই প্রকার শক্তি দিতে পারেন, তিনিই নিঃসন্দেহে সৰ্ব্বশক্তিমান ঈশ্বর হন। ফলতঃ খ্ৰীষ্ট যে তাবৎ বস্তুর সৃষ্টিকৰ্ত্তা, ইহা অন্তভাগে পুনঃ২ উক্ত হইয়াছে, যথা; “ তৎকর্তৃক সকল বস্তু সৃষ্ট হইল, এব^ তাবৎ বস্তুর মধ্যে একটি বস্তুও তাহ ব্যতিরেকে সৃষ্ট হয় নাই।” যো ১। ৩। - - “সকলই জাহাতে সৃষ্ট হইয়াছে; স্বর্গে ও পৃথিবীতে দৃশ্য বা অদৃশ্য হউক, যে কিছু অাছে, সিংহাসন হউক, কিম্ব রাজকর্তৃত্ব হউক, কিস্থা প্রভুত্ব হউক, কিম্বা পরাক্রম হউক,সকলই তাহাকর্তৃক ও র্তাহার নিমিত্তে"ষ্ট হইয়াছে।

  • এই পরিচ্ছেদে যাহা লেখা গেল, তাহার প্রমাণ চারি মঙ্গলসমাচার ও প্রেরিতগণের বিবরণ সাবধান পূর্বক পাঠ করিলে -পাণ্ডয়া যাইবে । ,