পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/২৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७९ খ্ৰীষ্টধর্ম পরীক্ষা। তিনি তাবৎ বস্তুর আদি এব৯ তাহাতেই সকলের স্থিতি । হয়।” কল ১ ১৬, ১৭ । অতএব আমরা এই সিদ্ধান্ত করি, খ্ৰীষ্টীয় ধৰ্ম্মানুসারে ঈশ্বরের মধ্যে যদ্রুপ আর ২ গুণ তদ্রুপ সৰ্ব্বসামর্থ্য গুণও আছে। । ৭ অধ্যায়। পরমেশ্বরের একত্বের বিষয় । ঈশ্বর অদ্বিতীয়। (৫ পৃষ্ঠে দেখ।) ধৰ্ম্মপুস্তকে ঈশ্বরের একত্ব সুস্পষ্টৰূপে প্রমাণীকৃত হইয়াছে কি না, তাহা এখন বিবেচনা করি। ১। ঈশ্বর যে একমাত্র, তাহা ধৰ্ম্মপুস্তকের মধ্যে পুনঃ ২ উক্ত হইয়াছে, যথা ; “হে ইস্ট্রায়েল বণশ স্তন, আমাদের প্রভু পরমেশ্বর একই পরমেশ্বর। দ্বি ৬। ৪ । “আমি আদি ও অন্ত, অামা ভিন্ন কোন ঈশ্বর নাই।” যিশ ৪৪ ৷ ৬ ৷ “আমিই জুদ্বিতীয় পরমেশ্বর, অামাভিন্ন আর কোন ঈশ্বর নাই ।” যিশ ৪৫ ৷ ৫ ৷ “হে ইয়ায়েল বণশ গুন, সৰ্ব্বাপেক্ষা প্রথম আজ্ঞা এই, আমাদের প্রভু পরমেশ্বর একই পরমেশ্বর।”মার্ক ১ং ২১ অন্তভাগে আরো লিখিত আছে, যথা;