পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/২৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরমেশ্বরের একতের বিষয় । ৬৫ পাপিষ্ঠ মনুষ্যদের ত্রাণ সাধনার্থে ঐশ্বরীয় একত্বভাবে ত্রিত্বভাবও আৰশ্যক, ইহা বোধ হইবে ; কেননা তাহ না হইলে মনুষ্যদের পাপের কারণ কে দুঃখভোগ করিতেন, এবং কে বা প্রায়শ্চিত্ত গ্রাহ করিতেন ? সে যাহা হউক, এই জগতের মধ্যে এমত অনেক লোক অাছে, যাহারা আপনাদের পাপ ও অজ্ঞানতা প্রযুক্ত এই মূল কথার আবশ্যকতা দেখে না, ও তাছার মিষ্ট ফুল আস্বাদন করে না, এ জন্যে তাছা সত্য বা মিথ্যা ইহা ভাল পরীক্ষা না করিয়াও দৃঢ়ৰূপে অস্বীকার করত বলে, ** এ কথা আমাদের বোধগম্য নয়, অতএব অামর তাহা গ্রাহ করিতে পারি না।” কিন্তু ধৰ্ম্মপুস্তকে অন্য সকল ঐশ্বরিক গুণানুসন্ধানে আমরা ক্লভার্থ হইয়াছি, তাহাতে কেবল এই একটি গুণের বিষয় সম্পূর্ণ ৰূপে যদি বুঝিতে না পারি, তবে তৎকারণে সমুদয় ধৰ্ম্মপুস্তককে অগ্রাহ করা যুক্তি সিদ্ধ নয়। যে ব্যক্তি আত্মা দিয়া অনবরত ঈশ্বরের নিকটে প্রার্থনা করে, তাহার মনে এ বিষয়ে যে কিছু সন্দেহ থাকে, তাহ অবশ্য দূরীকৃত হইবে, এবং এই শিক্ষাৰূপ আলো তাহার অন্তঃকরণ স্বৰূপ দর্পণে ক্রমে ২ অধিক উজ্জ্বল হইৰে । G 3