পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3 а হিন্দুধর্মের পরীক্ষা। [১ খণ্ডের হিন্দুশাস্ত্রে বড় বাদানুবাদ হয় ; পরন্তু অনেকেই ব্ৰহ্মাকে শ্ৰেষ্ঠ বলে, এ জন্যে প্রথমে তাহার পরীক্ষা করিয়া পরে বিষ্ণু ও শিবের বিষয় বিবেচনা করিব। ১। ব্ৰহ্মা কি পবিত্র হন ? দেখ, চণ্ডীমাহাত্ম্য লেখে, ব্ৰহ্মার মূৰ্ত্তি রক্তবর্ণ, কারণ র্তাহাতে রজোগুণের আধিক্য আছে। পুরাণেতে লেখা আছে, ব্ৰহ্মা সৰ্ব্বদা মদিরা পান করিতেন; তাহাতে এক দিবস তিনি মত্ত হইয় আপন কন্যার প্রতি কামদৃষ্টি করিলেন। আর মৎস্য পুরাণে লেখে, ব্ৰহ্মা স্বীয় কন্যাকে আপনার পত্নী করিয়া দেব পরিমাণের সহস্ৰ বৎসর পর্যন্ত ভোগ করিলেন, পরে আপন পুত্ৰ স্বায়স্তুবের সহিত তাহার বিধাই দিলেন। এই কথার প্রমাণ লিঙ্গ পুরাণে ও বাৰু পুরাণে ও মৎস্য পুরাণে আর মনুস্মৃতির টকাতে এবং বিষ্ণু পুরাণের প্রথমাংশের সপ্তমাধ্যায়ে লেখা আছে। আরো লেখে ; ঐ অপরাধ প্রযুক্ত র্তাহার মস্তক ছেদন হইল। আর হরপাৰ্ব্বতীর বিবাহে ব্ৰহ্মা সকলের নিকটে নির্লজ্জৰূপে স্বীয় কাম দর্শইলেন। অন্য পুরাণে লেখা আছে, তিনি আপন কুকৰ্ম্মপ্রযুক্ত শাপগ্রস্ত হইয়াছিলেন, তাহাতে র্তাহার