পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/২৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরমেশ্বরের বিকার প্লাহিত্য বিষয়। * > ৮ অধ্যায় । , পরমেশ্বরের বিকার রাহিত্যের বিষয় । পরমেশ্বর নিৰ্ব্বিকার (৫ পৃষ্ঠে দেখ।) এখন বাইবল শাস্ত্রে প্রকাশিত ঈশ্বরের গুণানুসন্ধানে কেবল এই একটি গুণ তত্ত্ব করিতে বাকি আছে । - ১। এতদ্বিষয়ে ধৰ্ম্মপুস্তক লেখে, যথা ; “হে পরমেশ্বর, তুমি আদিতে পৃথিবীর মূল স্থাপন করিয়াছ, এব^ আকাশমণ্ডল তোমায় হস্তকৃত। উভয়ই বিনষ্ট হইবে, কিন্তু তুমি নিত্য ; সে সমস্ত বস্ত্রের ন্যায় জৰ্জ্জুরীভূত হইবে, এব^ তুমি বস্ত্রের ন্যার গুলিলে তাহার পরিবত্তন হইবে। কিন্তু তুমি নিত্য, তোমার বৎসরের ক্ষয় কদাচ হইবে না ।” ১০২ গ ২৫—২৭ ৷ পুনশ্চ, ভূবিষ্যদ্বক্তাদের গ্রন্থে লেখা আছে, যথা ; "আমিই যিহোৰ (অর্থাৎ পরমেশ্বর ) ; আমার_ স্বভাবান্তর হয় না।” মালার্থী ৩ | ৬ | SSAS A SAS SSAS SSAS --م--سے۔ -بی، س- ہم مہین۔ -۔ হে অজ্ঞান বালক ! তোমার কি বুদ্ধি নাই ? তোমার চেষ্টাতে করিয়া সমুদ্রের সকল জল এই ছোট গৰ্ত্তে ধরিবে, ইহ1 কি ছুটতে পারে ? তখন ঐ বালক আগস্তিনের প্রতি স্থির मूर्कि করিয়া বলিল, আমি কি ভূমি, এ দুই জনের মধ্যে কে অধিক নিৰ্ব্বোধ? আমি ডিম্বের খোলে করিয়া সীমামুক্ত সিন্ধুর জল এই গৰ্বের মধ্যে আনিতে চাহিয়াছি ; কিন্তু তুমি চিন্তাদ্বারা আপনার ক্ষুদ্র মস্তুকের গুলির ভিতর অনাদি ও অসীম পরমেশ্বরকে আনিতে চেষ্টা করিতেছ। ইহা বলিয়া সে অন্তধ্যান হইলে অগণ্ডিলু সেই সময়াবধি এয়ত্ত নিম্ফল খ্যান ত্যাগ করলেন ।