পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* ד ১ অধ্যায়। ] রক্ষা বিষ্ণু শিব অপবিত্র। 及° পূজা সৰ্ব্বত্র রহিত হইয়াছে। সাংখ্যসারে লিখিত আছে, যে ব্ৰহ্মলোক অপবিত্র, এবং তন্নিবাসি ব্যক্তিরাও অপবিত্র, কেননা তাহার মৃত্যুর এবং সত্ত্ব রজঃ তমো গুণের অধীনে আছে । এই সকল কথা যদি সত্য হয়, তবে কে ব্ৰহ্মাকে পবিত্র বলিতে পারে? ২ 1 বিষ্ণু কি পবিত্র ? পদ্মপুরাণে লিখিত আছে, বিষ্ণু আপনি জলন্ধর দৈত্যের রূপ ধারণ করিয়া ছলক্রমে তাহার স্ত্রীর সতি সঙ্গ করিলেন । পুনশ্চ তিনি এক পতিব্ৰতা স্ত্রীকে ভ্রষ্টা করিবার অভিপ্রায়ে বৃক্ষৰূপী হইলেন। আর এক সময়ে অম্বরগণকে ভুলাইবার নিমিত্তে তিনি এক জন সুন্দরী স্ত্রীর বেশ ধারণ করিলেন, এবং মোহিনী ৰূপে মহাদেবকে ভুলাইলেন । ৩ । শিব কি পবিত্র? লিখিত আছে, তিনি আপন বিবাহোপলক্ষে নগ্ন হইয়া বৃষ আরোহণ করত নিজ স্ত্রী পাৰ্ব্বতীকে সঙ্গে লইয়া কামৰূপে প্রস্থান করিলেন। শিবপুর নামক গ্রামে এক বেশ্য ছিল; মহাদেব ভিক্ষা যাত্রা করিতে ২ সেই বেশ্যার গৃহে উপস্থিত হইয়া তাহাকে প্রবঞ্চনা করিয়া তাহার সহিত কুকৰ্ম্ম করি