পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৩০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*● খ্ৰীষ্টধর্ম পরীক্ষা। ২ে খণ্ডের অথচ আপনাহইতে সৃষ্টি প্রকাশ করিলেন, এমত নয়, বরঞ্চ যেমন গীতে লিখিত আছে, যথা; · “র্তাহার কথামাত্ৰেতে সৃষ্টি হইল, ও তাহার আজ্ঞামাত্ৰেতে স্থিতি হইল।” ৩৩ গীত ৯ । আদি পুস্তকের প্রথম ও দ্বিতীয় অধ্যায়ে সৃষ্টির বিবরণ বিস্তৃতৰপে লেখা আছে। তদ্বারা অবগত হইতেছি পরমেশ্বর শ্রেণীবদ্ধ করিয়া সকল বস্তু ছয় দিনের মধ্যে সৃজন করিলেন, পরে সৃষ্টির কৰ্ম্ম সাঙ্গ করিয়া সপ্তম দিবসকে পবিত্র করিলেন। ইহাতে এই শিক্ষা পাওয়া যায় যে আহারাদি প্রয়োজনীয় বস্তুর জন্যে মনুষ্যদিগকে শ্ৰম করিতে হয়, এবং জীবন কালের সাত অংশের মধ্যে এক অংশ ধৰ্ম্ম কৰ্ম্মে ব্যয় করা সকলের কৰ্ত্তব্য। সৃষ্টিবিষয়ক কথা ধৰ্ম্মপুস্তকের মধ্যে ভিন্ন ২ স্থানে উক্ত আছে। যথা; গীত পুস্তকে লেখে; “পরমেশ্বরের বাক্যদ্বারা গগনমণ্ডল ও তাহার মুখের শ্বাদে-আকাশের নক্ষত্রসমূহ নিৰ্ম্মিত হইল।” ৩৩গীত ৬। পুনশ্চ, ভবিষ্যদ্বক্তাদের গ্রন্থে লিখিত আছে, যথা; “যিনি আকাশ মণ্ডল সৃষ্টি করিয়াছেন, ও তাহার বিস্তার করিয়াছেন, এব^ ভূমণ্ডল ও তদুৎপন্ন বস্তু সৰুলেরও বিষ্কার করিয়াছেন, এব^ তন্নিবাসি সকলকে নিশ্বাস