পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৩১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- to ১ অধ্যায় ] ঈশ্বর ও মনুষ্যের পরস্পর সম্বন্ধ। . yS সৃষ্ট বস্তুদের মধ্যেও গাভী আপন বধকারিকে ছদ্ধ দেয়,•এবং বৃক্ষ আপন ছেদককে ফল ও ছায়া দেয়; তদ্রুপ খ্ৰীষ্টধৰ্ম্মেতে মনুষ্য সকল এই আজ্ঞা প্রাপ্ত হইয়াছে, তোমরা আপন সৃষ্টিকৰ্ত্তার অনুগামী হও ; বিশেষতঃ র্তাহার দয়া ও উত্তমতার পশ্চাদবর্তী হইতে যথাসাধ্য চেষ্টা কর। তোমরা একাকী ও পরিবারের সহিত ও সভার মধ্যে ঈশ্বরের ধৰ্ম্ম বাক্য শ্লবণ ও পাঠ কর, ও ভক্তিপূৰ্ব্বক তাহার ভজনায় রত থাক ; এবং ঈশ্বর বিষয়ক জ্ঞান ও পবিত্রতা সমুদয় জগতে বিস্তার করণার্থে আপন ধন ও শক্তি ও বুদ্ধি ব্যয় কর। সংক্ষেপে বলি, কণয়মনোবাক্যেতে ঈশ্বরের , গৌরব প্রকাশ করিতে চেষ্টা কর ; এবং বিচার দিনের জন্যে প্রস্তুত হইতে শিক্ষা পাও; কেননা তখন ঈশ্বরের নিকট আপন২ শুভাশুভ কৰ্ম্মের হিসাব দিতে হইবে, তাহাতে যদ্রপ কৰ্ম্ম করয়াছ তদনুযায়ি ফল পাইবা। এই ৰূপে পরমেশ্বর মনুষ্যদিগের কৰ্ম্ম ও কথা ও ভাবনা শুধরাইবার নিমিত্তে একটি ব্যবস্থা দিয়াছেন । কিন্তু হায় ২ ! তাহার। এই পবিত্র অথচ হিতদায়ক ব্যবস্থা লঙ্ঘন করিয়া পাপী হইয়াছে। I 3 e