পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৩১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

t So - খ্ৰীষ্টধর্ম পরীক্ষা। o [৩ খণ্ডের পরমেশ্বর ধন্য উন, যে তিনি, তাহাদিগকে কৈ অবস্থায় রাখেন নাই, বরঞ্চ তাহাদের জন্যে এক রোণের পথ আপনি স্থির করিয়াছেন ; সেই পখ তিনি মূসার পঞ্চপুস্তকে ও ভবিষ্যদ্বক্তৃগণের গ্রন্থে ও গীত পুস্তকে, এবং অন্তভাগে প্রকাশ করিয়াছেন। বিশেষতঃ অন্তভাগে স্পষ্টৰূপে লেখা আছে, যথা: “ঈশ্বর জগতের প্রতি এমত প্রেম করিলেন, যে আপনার অদ্বিতীয় পুত্রকে দান করিলেন, যেন তাহাতে ৰিশ্বাসকারি প্রত্যেক জন বিনষ্ট না হইয়া অনন্ত জীবন পায় ।” যে ৩ । ১৬ । “পাপি লোকদের পরিত্রাণের জন্যে খ্ৰীষ্ট যীশু অৰতীর্ণ হইলেন, এ কথা বিশ্বসনীয় ও সকলের গ্রহণীয়।” * ली $ ! > & ! যখন মনুষ্যগণ পাপদ্বারা আপনাদিগকে দণ্ডযোগ্য করিয়াছিল, তখন খ্ৰীষ্ট তাহাদের পরিবর্তে ঐ ব্যবস্থ পালন করিলেন, এবং তাছাদের পাপের কারণ আপন প্রাণ বলিৰূপে উৎসর্গ করিলেন। এই ৰূপে মনুষ্যদের ও তাঁহাদের সৃষ্টিকৰ্ত্তার সহিত পুনর্মিলনের পথ খোলা গিয়াছে, যেমন অন্তভাগে লিখিত অাছে, যথা ; "ঈশ্বর জগজ্জনের অপরাধ গণনা না করিয়া খুঁষ্টেতে আপনার সহিত তাহীদের মিলন করিয়াছেন।” ২ক ৫১৯।