১.অধ্যায়। ] ঈশ্বর ও মনুষ্যের পরসপর সম্বন্ধ। ృ* এই প্রকারে মনুষ্যদের কারণ স্বর্গের দ্বার মুক্ত এবং সম্পূর্ণ ত্রাণের পথ প্রস্তুতীক্লত হইল। অতএব সকলের উচিত হয় যে জাহারা আপন ২ পাপের জন্যে খেদ করিয়া কুপথ সকল ঘৃণাপূর্বক পরিত্যাগ করে ; এবং খ্রীষ্টের প্রতি ফিরিয়া তাহাকে বিশ্বাস করত র্তাহার ধৰ্ম্মক্রিয়া ও প্রায়শ্চিত্তের উপর আপনাদের ত্রাণের সম্পূর্ণ ভরসা রাখে ; পরে সমস্ত অন্তঃকরণ ও আত্মা দিয়া তাহার আজ্ঞা সকল পালন করত তাহার পদচিহ্ল দেখিয় তাহাতে গমন করে। যে কেহ এই ৰূপে চলে, খ্ৰীষ্ট তাহার মনকে উজ্জ্বল করিয়া তাহার সর্ব পাপ দূর করেন, এবং পবিত্র আত্মার, মহাক্ষমতাদ্বারা তাহার মনকে শুদ্ধ করত যে ঐশ্বক্লয় ব্যবস্থা পাপম্বারা মুছিয়া গিয়াছিল, তাহা তাহার অন্তঃকরণে পুনরায় লিখেন: এই ৰূপে তাহাকে স্বর্গে যাইবার যোগ্য • করিয়া শেষ দিনে মৃত্যুহইতে উঠাইয়া মৃত্তিকার দেহের পরিবর্ভে এক গৌরবান্বিত শরীর দিবেন, এবং পাপ ও শয়তান ও মৃত্যুর উপর জয়ি করাইরা ঈশ্বরের রাজ্যে অনন্তকাল পর্যন্ত ৰাস করাইৰেন। তথায় পেীছিয়া সে পবিত্র দূত ও সাধুর্গের সহিত মিলিয়া
পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৩১২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।