পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৩১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯২ খ্ৰীষ্টধর্ম পরীক্ষা। [৪ খণ্ডের এক মনে ও এক মুখে সৰ্ব্বোপরিস্থ পরমেশ্বরের భీ! ، حمی. لم গুণ গান করিবে; এবং তাহার'সম্মুখে অক্ষয়শীয় সুখে * বাস করিবে । চতুর্থ খণ্ড । ধৰ্ম্মপুস্তকে লিখিত আশ্চর্য ক্রিয় এবং ভবিষ্যদ্বাক্য বিষয়ক . বিচার । আশ্চৰ্য্য ক্রিয়া এবং ভবিষ্যদ্বাক্য সত্যধর্মের শেষ লক্ষণ এবং ঐশ্বরীয় মোহর স্বৰূপ হয় ; কেননা তাহা না হইলে সে ধৰ্ম্ম যে ঈশ্বরহইতে হইয়াছে ইহা সম্পূর্ণ ৰূপে নিশ্চয় করা অসাধ্য। (৩ পৃষ্ঠে দেখ ।) অতএব খ্ৰীষ্টিয়ান ধৰ্ম্ম যদি সত্য হয়, তবে তাহtতে পরমেশ্বরের স্বাক্ষর ও মোহর অর্থাৎ ভবিষ্যদ্বার্ক্য ও আশ্চৰ্য্য ক্রিয়া অবশ্ব থাকিবে। এক্ষণে বিচার করা কৰ্ত্তব্য যে ঐ লক্ষণদ্বয় খ্ৰীষ্টীয় ধৰ্ম্মে পাওয়া মায় কি না? . . ."

  • যে ৫ । ২৪ । যে ৩ । ১ যো ৪। যে ১৫ । যো ৮। ৬১ ৷ ষো ৫ । ২৮,২৯ । ১ ক ১৫ । ৪২ ও ৫৮। ১ ক ১৫ । ৫৪-৫৭। প্রকা ও । d 8 »8 1-8 1.8 ९° t *>• ९९ {