পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৩১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఏ 8 খ্ৰীষ্টধর্ম পরীক্ষা। [৪ খণ্ডের প্রথম জাত পুত্র সকল মরিয়া যাইবে, আর সেই भङ ङ्ङेल म । g - মিসরীয়দের প্রতি ঈশ্বরের ঐ সকল গুরুতর দণ্ড দেওনের কারণ এই; তাহারা তদ্বন্ধু ইব্রাহীমের বংশজ ইস্রায়েলীয় লোকদিগকে অন্যায় পূৰ্ব্বক দাসত্বে রাখিয়াছিল, তাহাতে ঈশ্বর তাহাদিগকে মুক্ত করিবার জন্যে বার ২ আজ্ঞা, করিলেও মিসরের রাজা তাহাদিগকে ছাড়িয়া দিতে অস্বীকার করিল। আরো পুনঃ২ লিখিত আছে; + মুসা ঈশ্বরের প্রেরিত ও ভবিষ্যদ্বক্তা এবং তৎপ্রচারিত ধৰ্ম্ম ঈশ্বরদত্ত বটে, ইছা যেন নিঃসন্দিগ্ধৰূপে জানা যায়, এবং ঈশ্বরের নাম সমুদয় পৃথিবীতে খ্যাত হয়, এতদভিপ্রায়ে ঐ সকল আশ্চৰ্য্য কৰ্ম্ম দেখান গিয়াছিল। মুসার হস্তকৃত ঐ সকল মহাকাৰ্য্য দর্শন করত ফিরেীণ অতিশয় ত্ৰাসযুক্ত হইয়া অবশেষে পরাভৰ মানিয়া ইস্রায়েল বংশকে প্রস্থান করিতে অনুমতি দিল। তাছাতে মূসা তাহাদিগকে মিসর দেশহইতে বাহির করিয়া লইয়া গেলেন। এই যাত্রার বিবরণ সংক্ষেপে লিখি, যথা ;

  • যাত্ৰাপুস্তকের ৭ অ. অবধি ১২ অ, পয্যন্ত। ו אנכו • כ 8 ו טכ-סכו ב R1 +