পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৩২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“o o 8 খ্ৰীষ্টধর্ম পরীক্ষা। [৪ *cগুয় ও বিবরণ উপহার জন্মের পূৰ্ব্বে • দূতম্বারা কথিত হইয়াছিল। পরে ঈশ্বর তাহার";ৰিষয়ে এই কথা কছিলেন, “সে বড় জাতি + হইবে ” এবং তাহাই হইল। ফলতঃ আরবীয় লোকদিগকে অবশ্ব এক মহা জাতি বলিঙে হইবে; কারণ ইতিহাস গ্রন্থে লেখা আছে, তাহারা মহম্মদের সময়ে এবং র্তাহার পরেও অপূৰ্ব্ব এক বৃহৎ রাজ্য অল্প বৎসরের মধ্যে স্থাপন করিল। ইসমায়েলের বিষয়ে ধৰ্ম্ম পুস্তকে আরো লিখিত আছে, “সে অবাধ্য পুরুষ হইৰে ” ইহাও পূর্ণ হইয়াছে। দেখ, জারবীয়দের কোন ২ গোষ্ঠী নগরকে ঘৃণা করিয় অরণ্যে বাস করে, এবং অনধীন ও লুটপাটকারী হইয়া কাল যাপন করে, ইহা প্রত্যক্ষ দেখিতে পাইতেছি। দূতের কথানুসারে “ তাহদের হস্ত সফলের রিরুদ্ধে, ও সকলের হস্ত তাঙ্গাদের বিরুদ্ধে হয়।” তত্বার ডাকাইত, ও লুটকারী হইয়া পথিক ও ষত্রিক লোকদের লুটিত দ্রব্যে প্রাণ ধারণ করে ; এৰূপে তাহদের হস্ত সকলের বিরুদ্ধ এবং সকলের হস্ত ক্ষাঙ্গাদের বিরুদ্ধ হইলেও তাহার কাহারোদ্বারা কখন পরাস্ত হয় নাই, বরঞ্চ অদ্যাবধি স্বাধীন