২ অধ্যায় ] যিহুদীয়দের বিষরে ভবিষ্যস্বাক্য । るod" হইয়া আছে। উক্ত ভাবিৰাক্য তাহদের পূর্বপুরুষের জন্মের পূর্ধ্বে প্রকাশ পাইয় ৩৭০০ বৎসর পরেও পূর্ণ হইতেছে! এই সকল কথার সহিত তাহাদের বিবরণ যদি কেহ তুলনা করেন, তবে তিনি অবশ্ব স্বীকার কারবেন যে তাহা সৰ্ব্বজ্ঞ ঈশ্বরের বাক্য বটে। ৩। যিহুদীয় লোকদের বিষয়ে ভাবিবাক্য। এই জাতি ইব্রাহীম ও তাছার স্ত্রী সারার পুত্ৰ ইসহাকের বংশ। তাহাঁদের বিষয়ে ধৰ্ম্মপুস্তকে অনেক আশ্চৰ্য্য ভাবি কথা লেখা আছে। ইব্রাহীমের প্রায় ১০০ বৎসর ও সারার ৯০ বৎসর বয়স পৰ্য্যন্ত র্তাহাদের সন্তানাদি কিছু ছন্ন নাই; তখন পরমেশ্বর ইব্রাহীমকে কহিলেন, “সারার গৰ্বে তোমার একু পুত্র জন্মিবে, তাহার নাম ইসহাক * রাখিও ; এবং তাছার বংশ আকাশের নক্ষত্র f ওঁ সমুদ্রের বালির ন্যায় অগণ্য হইবে।” এ সকল কথা উপযুক্ত সময়ে পূর্ণ হইল। বিশেষতঃ নিৰূপিত-কালে ইস্হাকের জন্ম হইলে চারি শত বৎসর পরে র্তাহার বংশ বহু সংখ্যক হইয়া উঠিল ; ও যত দিন তাহারা পরমেশ্বরের আজ্ঞাধীন রহিল, তত
- অা ১৭। ১৫-১৭, ১৯ ।