পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& 8 হিন্দুধর্মের পরীক্ষা। [৯ খাগুর ৪ । রাম কি পবিত্র? দশরথ রাজার পুত্র রাম প্রধান অবতারের মধ্যে গণিত হইতেছেন। র্তাহার বিষয়ে বালীক রামায়ণে লেখা আছে যে নারদ মুনির শাপপ্রযুক্ত র্তাহাকে জন্মগ্রহণ করিতে হইল। ফলতঃ তিনি যুদ্ধ করাতে ও ব্রাহ্মণকে মায়ুতে এবং রাবণকর্তৃক হৃতা আপনার স্ত্রীকে পুনরায় গ্রহণ করাতে এমত অপবিত্র হইলেন, যে অযোধ্যার লোকদের সহিত র্তাহার ভোজন পান করারহিত হইল; এই কারণ তাঙ্গকে প্রায়শ্চিত্ত করিতে হইল। অতএব রাম পবিত্র নহেন। ৫। কৃষ্ণ কি পবিত্র ? অনেক শাস্ত্রে কৃষ্ণকে পূর্ণ বৃহ্মের অবতার ও স্বয়ং বিষ্ণু বলে। দেখ, তাহার বিষয়ে লেখা আছে, যে তিনি গোকুলের স্ত্রীগণের পতি বর্তমান থাকিলেও জাহাদের সহিত সঙ্গম করিতেন । গোপীনামধর সুধারসস্য পানৈ রুস্কৃঙ্গ স্তনকলসোপগুহনৈশ্চ। আশ্চর্য্যৈরপি রতিবিভুমৈ মুরারেঃ স^সারে মতিরভবৎ প্রহর্ষিণীহ ॥ অর্থাৎ, “ গোপীগণের অধর সুধারসকে পান, আর উত্তঙ্গ স্তনকলসের আলিঙ্গন, এব^ রতিকেলির অম্ভত