পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৩৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২ অধ্যায়।] অন্য জাতিদের বিষয়ে ভবিষ্যদ্বাক্য। ১১৭ বিহুদীয়দের বলি ও নৈবেদ্য সকল লুপ্ত * হইবে।” সাধারণ পুরাবৃত্ত’ পুস্তকদ্বারা ইহার সত্যতা সপ্রমাণ হয় । - অবশেষে লিখি, ইস্রায়েল লোকদের বর্তমান অবস্থার বিষয়ে ২৫৮০ বৎসর হইল হোশেয় এই ভাবিবাক্য বলিয়াছিলেন, যথা ; “ আমার ঈশ্বর তাহাদিগকে অগ্রাহ করিবেন, কেননা তাহারা তাহার কথাতে মনোযোগ করে নাই, এই নিমিত্তে তাহার অন্য জাতীয়দের মধ্যে ভুমণ করিবে।” হো ৯। ১৭ । - এইৰূপ নুনাধিক দুই শত ভাবিবাক্য ইস্রায়েল विडूीज़ প্রভৃতি ইব্রাহীমের বংশীয় লোক‘দের বিষয়ে ধৰ্ম্মপুস্তকের আদিভাগে লেখা আছে; কিন্তু বাহুল্য ভয়ে আর উল্লেখ করিব না। ৪. অন্যান্য জাতির বিষয়ে ভবিষ্যদ্বাক। যিহুদীয় লোকদের প্রতিবাসুি নানা জাতিদেরবিষয়ে ৰহু ভাবিৱাক্য লিখিত হইয়াছিল, বুে সকল ব্যাখ্যা করিতে গেলে একটি বৃহৎ পুস্তকু হইয়া উঠিবে ; এই জন্যে তাহ অতি সংক্ষেপে বর্ণন করি। সোর নগরের বিষয়। যিহুদ, দেশের নিকট

  • न > ।। २७, २१ । ।